আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটক সরকারের তরফে মঙ্গলবার ডিজিপি পদমর্যাদার এক শীর্ষ পুলিশ আধিকারিক রামচন্দ্র রাওকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে ডিজিপি পদমর্যাদার পুলিশ অফিসার রামচন্দ্র রাওকে নিজের দপ্তরের ভেতরে একাধিক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে।

যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। শীর্ষ পুলিশ আধিকারিকের এই কীর্তি ফাঁস হতেই ব্যাপক বিতর্ক ও জনরোষ সৃষ্টি হয় রাজ্যজুড়ে।

বিষয়টি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নজরে এলে তিনি সোমবার সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেন। তার পরের দিনই রাজ্য সরকার ওই সিনিয়র পুলিশ অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়।

রামচন্দ্র রাও কর্ণাটকের সিভিল রাইটস এনফোর্সমেন্ট বিভাগের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি কন্নড় অভিনেত্রী এবং স্বর্ণ পাচার মামলায় অভিযুক্ত রান্যা রাওয়ের বাবা।

রাও দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো। তাঁর দাবি, কোনওভাবে তাঁর মুখ বসিয়ে এই ভিডিও ভাইরাল করা হয়েছে। তিনি গোটা ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রে জানা গিয়েছে, ভিডিওটি দেখার পর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া অত্যন্ত ক্ষুব্ধ হন এবং পুলিশের নিজের দপ্তরের ভেতরে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চান তিনি।

?ref_src=twsrc%5Etfw">January 19, 2026

ভাইরাল হওয়া ফুটেজে দেখা যাচ্ছে, নিজের অফিসের মধ্যেই ইউনিফর্ম পরা অবস্থায় রাও বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পোশাকে আসা একাধিক মহিলাকে আলিঙ্গন ও চুম্বন করছেন।

সূত্রের দাবি, এই ভিডিও গোপনে ডিজিপি-র দপ্তরের ভেতরেই রেকর্ড করা হয়েছে। সেখানে সরকারি কাজ চলাকালীন ওই মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ আচরণ করতে দেখা যায় তাঁকে।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রামচন্দ্র রাও নামে ওই পুলিশ আধিকারিক। তাঁর বক্তব্য, ‘এই ভিডিওটি সম্পূর্ণ মনগড়া ও ভুয়ো। আমাকে টার্গেট করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি আট বছর আগে বেলাগাভিতে কর্মরত ছিলাম। সেটা অনেক আগের ঘটনা। আমরা আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলেছি এবং আইনি পদক্ষেপ নিচ্ছি। বিষয়টি আমাদের কাছে অত্যন্ত চাঞ্চল্যকর। ভিডিওটি পুরোপুরি ভুয়ো। তদন্ত ছাড়া সত্য প্রকাশ্যে আসতে পারে না। অবশ্যই এই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার।’

শুধু তাই নয়, ভিডিও ভাইরাল হওয়ার পর যাবতীয় বিতর্কের মধ্যেই রামচন্দ্র রাও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা করেন বলে জানা গিয়েছে।