আজকাল ওয়েবডেস্কঃ কোনও ক্রমে কাজ মিটিয়ে চলে গেলেন না ডেলিভারি বয় । দিলেন মানবতার পরিচয়ও। কী এমন করলেন ওই ব্যক্তি? যে তাঁকে নিয়ে মেতে উঠেছেন নেটিজেনরা। জানলে চোখে জল আসবে আপনারও।
রোজ কত রকমের ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে। তার মধ্যে কিছু দৃশ্য নজর কাড়ে সকলের। সম্প্রতি তেমনই একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে সমাজমাধ্যমজুড়ে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ডেলিভারি দিতে এসে কুকুরকে বিপদের হাত থেকে বাঁচালেন লেন ওই ব্যক্তি। কুকুরটি বাড়ির বাইরে রাখা বেঞ্চে শুয়ে ছিল। ওই ব্যক্তি বাড়ির গেট থেকে ভিতরে ঢুকতেই দেখতে পেল, কুকুরটি বেঞ্চ থেকে পড়ে যাচ্ছে। তড়িঘড়ি তিনি কুকুরটিকে ধরে নিলেন । ঘোর বিপদ থেকে রেহাই পেল কুকুরটি। ডেলিভারি বয়ের এহেন সহানুভূতির পরিচয় দেখে কমেন্টবক্স ভরিয়ে দিয়েছে নেটিজেনরা।
ভিডিওটি বেশ কিছু সময় আগে পোস্ট হলেও, বর্তমানে তা ভাইরাল হয়েছে। বহু মানুষ ভিডিওটি দেখেছেন। প্রচুর পরিমাণে লাইক কমেন্টও এসেছে।
