আজকাল ওয়েবডেস্ক: পালাবদলের পর এবার নতুন নিময় চালু করতে চলেছে এই রাজ্যের সরকার। আপকে ক্ষমতা থেকে সরিয়ে দিল্লিতে এখন বিজেপির শাসন। চলতি মাসের শেষদিক থেকেই রাজধানীতে চালু হতে চলেছে নতুন আবগারি নীতি।


দিল্লিত মদ বিক্রি, আমদানি এবং রপ্তানির ওপর নতুন করে চিন্তাভাবনা করছে সেখানকার বিজেপি সরকার। তাই তারা এবার দিল্লিতে আবগারি নীতিতে বেশ কয়েকটি পরিবর্তন করতে চলেছে। সেখানে এবার থেকে এই নীতি অনেক বেশি স্বচ্ছ, আধুনিক এবং সহজ হবে বলে দাবি করছে দিল্লি সরকার।


এবিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। তারা সমস্ত রিপোর্ট এক করে ৩০ জুনের মধ্যে জমা দেবে। তারপরই তার ওপর ভিত্তি করে চালু হবে নতুন নীতি। এর আগে ২০২১ সালে দিল্লিতে নতুন আবগারি নীতি চালু করেছিল অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকার। এরপর এই আবগারি দুর্নীতি মামলার জেরে একের পর এক আপ নেতার নাম উঠে আসে। সেই তালিকায় ছিলেন কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া। এর খেসারত আপকে বিধানসভা নির্বাচনে দিতে হয়।


নতুন যে নীতি চালু করা হবে সেখানে করের পরিমান বাড়ানো হবে। বৈধ মদের দোকানের ওপর জোর দেওয়া হবে। কনজিউমার সেফটির দিকটি নজরে রাখা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন মদ বিক্রির পাশাপাশি সাধারণের নিরাপত্তার দিকেও তারা জোর দিতে চাইছে। ফলে তারা নতুন আবগারি নীতির ওপর জোর দিয়েছেন।


প্রতিটি মদের গুনমান যে সঠিক থাকে সেদিকে বিশেষ জোর দেওয়া হবে বলেও জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। যদি কোথাও অবৈধভাবে মদ বিক্রি করা হয় তাহলে সেখানে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও খবর মিলেছে। প্রতিটে ক্ষেত্রে বৈধ লাইসেন্সকে এবার থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

 
রিপোর্ট হাতে আসার পর দিল্লির মন্ত্রীসভা গোটা বিষয়টি রিভিউ করবেন এবং নতুন আবগারি নীতি চালু করবেন। এই নীতির ফলে দিল্লিতে মদের দাম ব্যাপকভাবে বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।