আজকাল ওয়েবডেস্ক: টানা বর্ষণে জলমগ্ন দেশের রাজধানী। গত একমাসে নানা সময়ে এই ছবি ফুটে উঠেছে। ভারী বৃষ্টিতে আগস্ট জুড়েই জলমগ্ন থেকেছে দিল্লি। ১আগস্ট জানা গিয়েছিল, বুধবার থেকে বৃহস্পতিবার, কেবল ২৪ ঘণ্টাতেই দিল্লিতে বৃষ্টি হয়েছিল ১০০ মিলিমিটার। ১৪ বছরের ইতিহাসে, রাজধানীতে ২৪ ঘণ্টায় এই পরিমাণ বৃষ্টি হয়নি। গোটা আগস্ট জুড়েই প্রবল বর্ষণের, জলমগ্ন পরিস্থিতির কারণে ভোগান্তির শিকার দিল্লিবাসি। আইএমডি বলছে, শুধু আগস্টেই দিল্লিতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা গত ১২ বছরের সবচেয়ে বেশি। 

 

বৃহস্পতিবার পর্যন্ত, আগস্ট জুড়ে দিল্লিতে বৃষ্টি হয়েছে ৩৭৮.৫ মিলিমিটার। যা ভেঙেছে ২০১৩-এর ৩২১.৪ এমএম এর রেকর্ড। তবে গত ১৫ বছরের হিসেব ধরলে, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল ২০১০ সালে। সেবার দিল্লিতে ৪৫৫.১ মিলিমিটার বৃষ্টি হয়। তারপর, ২০১২ সালের আগস্ট মাসে দিল্লিতে বৃষ্টি হয় ৩৭৮.৮ মিলিমিটার। 

 

যদিও সমীক্ষা বলছে, দিল্লিতে আগস্টে সর্বকালের সবচেয়ে বেশি বৃষ্টি এখনও পর্যন্ত হয়েছে ১৯৬১ সালে। সেবার ৫৮৩.৩ মিলিমিটার বৃষ্টি হয় রাজধানীতে শুধু আগস্টেই। এবছর আগস্ট ছাড়া, এখনও পর্যন্ত দিল্লিতে মোট ৮২৫.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যদিও দিল্লির বার্ষিক বৃষ্টির গড় মাত্রা ধরা হয় ৭৬২.৩ মিলিমিটারকে, সেখানে ইতিমধ্যেই এবার তা ছাড়িয়ে গিয়েছে।  বৃহস্পতিবার প্রবল বর্ষণের কারণে দিল্লিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল।