আজকাল ওয়েবডেস্ক: লাগবে দামী ঘড়ি, দামী ফোন, একটু আধটু ঘুরতে যাওয়া। কিন্তু হাতে নেই টাকা। উপায় কী? দিল্লিতে আসন্ন দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের জাল টিকিট বিক্রি করা হল। সেই টাকায় কেনা হল বহুমূল্য ঘড়ি আর ফোন। এমনটাই ঘটেছে দিল্লিতে। অবাককর ঘটনায় পুলিশের জালে এক।
ধৃতের নাম কৌশিক রাজ, বয়স ২৯। জানা গিয়েছে, কৌশিক রাজ বিহারের মুজাফরপুরের বাসিন্দা। থাকতেন, উত্তম নগরে। তিনি ব্যাচেলর অফ টেকনোলজির দ্বিতীয় বর্ষে কলেজ ছেড়ে দেন এবং ইভেন্ট ম্যানেজমেন্টে ফ্রিল্যান্সার হিসাবে কাজ শুরু করেন। পুলিশের কাছে অভিযোগ আসে, জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামী ২৬ অক্টোবর অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট। তার জন্য জাল টিকিট বিক্রি করা হচ্ছে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, এক, দুটো নয়, ৬৯ টা জাল টিকিট বিক্রি করা হয়েছে।
প্রতারিত ওই ব্যক্তি, চণ্ডীগড়ের এক বন্ধু মারফত কৌশিকের সঙ্গে যোগাযোগ করেন। জানা গিয়েছে, তিনি প্রথমে পাঁচটি টিকিট কেনেন টাকা দিয়ে। টিকিটগুলি পান ইমেল মারফত। এরপর তিনি আরও ৬৪টি টিকিট পরিবার, বন্ধুবান্ধবদের জন্য কেনেন। যার মোট পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকার কাছাকাছি। পরে তিনি টিকিট যাচাই করার জন্য হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে তখন বুঝতে পারেন ঠকে গিয়েছেন। টিকিটগুলি সব জাল। এরপর পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ওই ব্যক্তি কনসার্টের টিকিট এডিট করে বিক্রি করত। সেই টাকা নিয়ে বেঙ্গালুরু, গোয়া এবং মুম্বইতে ভ্রমণ করেছিল। এর পাশাপাশি একটি আইফোন এবং অ্যাপেলের ঘড়িও কেনে। পুলিশ তাঁকে নিজামউদ্দিন রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করে। তার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এরপর থেকে টিকিট অনলাইনে কেনার সময় খতিয়ে দেখে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। প্রয়োজনে হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে।
