আজকাল ওয়েবডেস্ক: পরিস্থিতির অবনতি ঘটায় শুক্রবারই ইরানে থেকে ভারতীয়দের সরিয়ে আনার সিদ্ধান্ত নিল ভারত সরকার। সূত্র মারফত জানা যাচ্ছে, শুক্রবার থেকে ইরানে ভয়াবহ বিক্ষোভের মাঝে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের বিভিন্ন শহরে সম্প্রতি শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ এবং হিংসার ঘটনার কারণে সেখানে ব্যবসায়ী, শিক্ষার্থী, তীর্থযাত্রী এবং পর্যটকসহ ভারতীয়দের জন্য ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই ‘লিভ নাউ’ অর্থাৎ যত দ্রুত সম্ভব দেশ ছাড়ার পরামর্শ জারি করেছে।

ইরানে হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং পরিস্থিতি অশান্তির মধ্যে রয়েছে, এমনকি নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ প্রায় বন্ধ হয়ে আসার প্রেক্ষাপটে ভারত সরকারের এই সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সরকারি উদ্যোগের আওতায় উদ্ধারকার্য চালাবে ভারত। ইতিমধ্যেই, বিমান সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রে খবর, তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই ইরানের বিভিন্ন অঞ্চলে থাকা ভারতীয় পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কে বা কারা দেশ ছাড়তে ইচ্ছুক তা খতিয়ে দেখার জন্য। 

তবে একাধিক এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় এবং টেলিফোন সংযোগ অনিয়মিতভাবে কাজ করায় এই প্রক্রিয়া অনলাইনে নয়, সরাসরি গ্রাউন্ড লেভেলে গিয়ে চালানো হচ্ছে।

এক সরকারি সূত্র জানিয়েছে, ‘ইন্টারনেট সংযোগ না থাকায় এবং টেলিযোগাযোগ ব্যবস্থা নির্ভরযোগ্য না হওয়ায় দূতাবাসের আধিকারিকরা নিজেরাই ময়দানে নেমে শিক্ষার্থীদের খোঁজ করছেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।’

সরকারি সূত্র আরও জানিয়েছে, ইরানে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুতি নিচ্ছে এবং প্রয়োজনে ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।

ইরানজুড়ে চলতি ব্যাপক বিক্ষোভের প্রেক্ষিতে ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। গত মাসের শেষদিকে ইরানি মুদ্রা রিয়ালের বড়সড় পতনের পর এই অস্থিরতা শুরু হয় এবং ধীরে ধীরে তা দেশের ৩১টি প্রদেশেই ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়।

মানবাধিকার সংগঠনগুলির দাবি, দেশজুড়ে প্রশাসনের বিক্ষোভ দমন অভিযানে অন্তত ৩,৪২৮ জন মানুষের মৃত্যু হয়েছে। এমনকী, সম্প্রতি পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে।

ভারত সরকারের হিসেব অনুযায়ী, বর্তমানে ইরানে পড়ুয়াসহ ১০ হাজারেরও বেশি ভারতীয় নাগরিক বসবাস করছেন। বুধবার ভারত সরকার সেখানে অবস্থানরত সমস্ত ভারতীয় নাগরিককে উপলব্ধ যে কোনও উপায়ে জরুরি ভিত্তিতে ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে।

তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক সতর্কবার্তায় ভারতীয় পড়ুয়া, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের বাণিজ্যিক বিমান বা অন্য যে কোনও উপলব্ধ পরিবহণ ব্যবস্থার মাধ্যমে দ্রুত ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।