আজকাল ওয়েবডেস্ক: ছেলেসন্তানের আকাঙ্ক্ষা। যমজ কন্যাসন্তান জন্মানোর পরেই চরম পদক্ষেপ নিল বাবা। দুই সন্তানকে খুন করে মাটিতে পুঁতে দিল সে। ঘটনার একমাস পর তাকে গ্রেপ্তার করল পুলিশ।
বুধবার দিল্লি পুলিশ জানিয়েছে, হরিয়ানার রোহতাকে ৩০ মে যমজ কন্যাসন্তানের জন্ম দেন পূজা সোলাঙ্কি। ৩ জুন তিনদিনের যমজ সন্তানকে খুন করে কবর দেয় অভিযুক্ত নীরজ সোলাঙ্কি। এরপরই সুলতানপুরী থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন পূজার দাদা। সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করে পুলিশ।
এর দুইদিন পর কবরস্থানে গিয়ে মৃতদেহ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ৬ জুন পরিবারের হাতে মৃতদেহ দুটো তুলে দেওয়া হয়। তখনও নীরজের কোনও খোঁজ পাওয়া যায়নি। মোবাইল ফোন, সিম কার্ড বদলে এক শহর থেকে অন্য শহরে পালিয়ে লুকনোর চেষ্টা করলেও, শেষপর্যন্ত বিফল হয়। হরিয়ানা, দিল্লিতে তল্লাশি চালানোর পর রোহতাক থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় যমজ সদ্যোজাতকে খুনের অপরাধ স্বীকার করেছে সে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা করে তদন্ত চলছে।
বুধবার দিল্লি পুলিশ জানিয়েছে, হরিয়ানার রোহতাকে ৩০ মে যমজ কন্যাসন্তানের জন্ম দেন পূজা সোলাঙ্কি। ৩ জুন তিনদিনের যমজ সন্তানকে খুন করে কবর দেয় অভিযুক্ত নীরজ সোলাঙ্কি। এরপরই সুলতানপুরী থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন পূজার দাদা। সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করে পুলিশ।
এর দুইদিন পর কবরস্থানে গিয়ে মৃতদেহ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ৬ জুন পরিবারের হাতে মৃতদেহ দুটো তুলে দেওয়া হয়। তখনও নীরজের কোনও খোঁজ পাওয়া যায়নি। মোবাইল ফোন, সিম কার্ড বদলে এক শহর থেকে অন্য শহরে পালিয়ে লুকনোর চেষ্টা করলেও, শেষপর্যন্ত বিফল হয়। হরিয়ানা, দিল্লিতে তল্লাশি চালানোর পর রোহতাক থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় যমজ সদ্যোজাতকে খুনের অপরাধ স্বীকার করেছে সে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা করে তদন্ত চলছে।
