আজকাল ওয়েবডেস্ক: দিল্লির সঙ্গে এবার জুড়ে যেতে চলেছে কাশ্মীর। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে এই ট্রেন চলাচল। জানা গিয়েছে উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল প্রোজেক্টের কাজ প্রায় শেষের দিকে। যতটুকু কাজ বাকি রয়েছে সেটা চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেন পরিষেবার উদ্বোধন করবেন।

 

রেল মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে গোটা রেল রুটের টেস্ট জার্নি দ্রুত শুরু হয়ে যাবে। এই পরিষেবা শুরু হয়ে গেলে দিল্লির সঙ্গে কাশ্মীর যুক্ত হয়ে যাবে। দেশের রেল নেটওয়ার্কের দিকে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। এই রুটে ট্রেন চলাচল শুরু হলে দেশের অর্থনীতিতে তা বিশেষ প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে। গোটা বিশ্বের কাছেও এটি একটি বিশেষ প্রভাব ফেলবে।

 

দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত রেল চলাচল নিয়ে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই প্রোজেক্টে মোট ৩৮ টি টানেল রয়েছে। এগুলি তৈরি করতে বিস্তর সময় লেগেছে। মোট ১১৯ কিলোমিটার রাস্তা পার করবে এই রেল রুট। যাত্রাপথে থাকবে ৯২৭ টি ব্রিজ। এই যাত্রাপথে থাকবে চেনাব ব্রিজও। এই পরিষেবা শুরু হয়ে গেলে তা ভারতীয় রেলের পক্ষে একটি যুগান্তকারী দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।

 

পাশাপাশি কাশ্মীর নতুন করে পর্যটকদের কাছে নতুন আগ্রহের দিক হয়ে উঠবে। যারা এতদিন ধরে সড়কপথে কাশ্মীর যাত্রা করতেন তারা এবার থেকে সরাসরি পৌঁছে যাবেন কাশ্মীরে। কাশ্মীরের পর্যটন এরফলে অনেক বেশি সমৃদ্ধ হবে বলেই মনে করা হচ্ছে।