আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। এদিন সকালে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। মৃতদের মধ্যে সাত জনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। আহতদের বেশিরভাগ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে।জানা গিয়েছে, ওভারহেড তার ছিঁড়ে গিয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে ছিল প্যাসেঞ্জার ট্রেন। বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল ট্রেনটি। আচমকা তাতে ধাক্কা মারে বিশাখাপত্তনম থেকে পালাসা যাওয়া এক্সপ্রেস ট্রেন। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি।

ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে তিনি দুর্ঘটনা প্রসঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখতে বলেন। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। সকলকেই উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২লক্ষ করে আর্থিক সহায়তা এবং আহতদের ৫০ হাজার করে সহায়তা দেওয়া হবে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে। অন্ধ্রপ্রদেশের রেল দুর্ঘটনা প্রসঙ্গে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।