আজকাল ওয়েবডেস্ক: কত দিনের অপেক্ষা। অবশেষে অপেক্ষার শেষ। হারিয়ে যাওয়া বাবার দেখা পেলেন মেয়েরা। মিলন হল সন্তানদের সঙ্গে বাবার। দুই মেয়ে জড়িয়ে ধরলেন বাবাকে। ঠিক যেন সিনেমা। 

 

 

এই পৃথিবীতে কত না আশ্চর্য ঘটনা ঘটে। কিছু দৃশ্য চোখে জল এনে দেয়। তৈরি হয় এক অন্যরকম ভাললাগার আবেশ। ঠিক সেরকমই এক দৃশ্যের সাক্ষী থাকলেন নেটিজেনরা। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। মেয়েদেরকে জড়িয়ে ধরে কাঁদছেন বাবা। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।  

 

 

মেয়েরা কীভাবে খুঁজে পেলেন বাবাকে? জানা গিয়েছে, ছয় বছর আগে হারিয়ে গিয়েছিলেন বাবা। তন্নতন্ন করে অনেক খুঁজেছেন। কিন্তু হদিশ পাননি। হাল ছেড়ে দিয়েছিলেন মেয়েরা। তারপরই ঘটে যায় সেই অবিশ্বাস্য ঘটনা। একদিন এক অনাথ আশ্রমে গিয়েছিলেন দুঃস্থ বাচ্চাদের খাবার পৌঁছে দিতে। খাবার বিতরণের সময় সেখানেই দেখতে পান বাবাকে। ১৩০ জন বাসিন্দার মধ্যে থেকে বাবাকে চিনতে এতটুকু ভুল হয় না তাঁদের। প্রথমে বিশ্বাস করতে না পারলেও পরে বোঝেন ইনিই তাঁদের হারিয়ে যাওয়া বাবা। মেয়েরা জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে শুরু করেন বাবাকে। পরে বাবাও চিনতে পারেন মেয়েদের। মুখে ফুটে ওঠে খুশির ঝিলিক। 

 

 

সেই আবেগঘন দৃশ্যের ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই কমেন্ট করেছেন চোখে জল এসে গিয়েছে এই দৃশ্য দেখে।