আজকাল ওয়েবডেস্ক: বাবার মতো সৎ, ভদ্র ও নরম স্বভাবের পাত্র খুঁজছিলেন তরুণী। কিন্তু খুঁজেও পাননি। কোনও পাত্রকেই পছন্দ হয়নি তরুণীর। সকলের মধ্যে কিছু না কিছু খুঁত খুঁজে পান। এমনকী ধনী পাত্র পেলেও, বাবার মতো স্বভাব, চরিত্রের কাউকে পাননি। অবশেষে তরুণী যা করলেন, তা দেখেই চমকে উঠেছেন সকলে। 

জানা গেছে, বাবার মতো পাত্র হন্যে হয়ে খুঁজছিলেন ওই তরুণী। মনের মতো পাত্র না পাওয়ায়, শেষমেশ বাবার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ওই তরুণী। এও জানান, বাবাকে তিনি ভালবাসেন। তাই বাবাকে বিয়ের প্রস্তাব তিনি দেন। সেই প্রস্তাবে রাজিও হয়ে যান তাঁর বাবা। অবশেষে গ্রামেই সকলের সামনে বাবার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তরুণী। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই তরুণীর কীর্তিও। ইনস্টাগ্রামে একটি ভিডিওতে দেখা গেছে, বাবাকে বিয়ের কথা স্বীকার করে নিয়েছে ওই তরুণী। এও জানিয়েছে, বিয়ের মাত্র একমাস আগেই বাবার সঙ্গে তাঁর প্রেম শুরু হয়েছিল। তারপর হঠাৎ করেই বাবাকে বিয়ের সিদ্ধান্ত নেন। দু'জনেই এই সিদ্ধান্তে তড়িঘড়ি রাজি হয়ে যান। গ্রামের এক মন্দিরে সাত পাক ঘুরে বিয়ে সারেন তাঁরা। 

আরও পড়ুন: মৃত্যুর পরেও প্রেমে হাবুডুবু, প্রেমিকার মৃতদেহ নিয়ে ৭ বছরের সংসার, কঙ্কালের পাশেই ঘুমাতেন যুবক, ঠিক যেন হিচককের 'সাইকো'

ভিডিওতে দেখা গেছে, তরুণীর পরনে জমকালো শাড়ি। মাথায় ঘোমটা দেওয়া। সিঁথিতে সিঁদুর। হাতে চুরি। আর গলায় মঙ্গলসূত্র। তরুণীর পাশেই দাঁড়িয়ে তাঁর বাবা। পরনে সাদা রঙের পাঞ্জাবি। মেয়ের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। স্থানীয় এক ব্যক্তি সেই ভিডিওটি তোলেন। তাঁর প্রশ্নের জবাব দেন তরুণী। 

তরুণী জানিয়েছেন, তাঁর নাম রাজকুমারী। দীর্ঘদিন ধরেই বাবার মতো পাত্র খুঁজছিলেন। মনের মতো কাউকে না পেয়ে বাবাকেই বিয়ে করেছেন তিনি। সম্পর্কে আগে বাবা হলেও, বর্তমানে তিনিই তাঁর স্বামী। একমাস আগেই তাঁরা প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। সেই মাসেই দু'জনে বিয়ে সারেন। গ্রামবাসীরা টিকা টিপ্পুনি কাটছিলেন। কটুক্তি করতেও কেউ পিছপা হননি। তাই বাবাকে বিয়ে করে গ্রামবাসীদের যোগ্য জবাব দিয়েছেন তিনি। 

তবে বিষয়টি ঘিরে সন্দেহ ছিল প্রথম থেকেই। স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণী তাঁর বাবাকে বিয়ে করেননি।‌ সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিওটি শুট করেছিলেন। সিঁদুর পরে, বাবাকে জড়িয়ে ধরে, স্বামীর পরিচয় দিয়ে জনপ্রিয়তা কুড়োতে চেয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য নকল বিয়ে করেন তরুণী। তাঁর মায়ের সঙ্গেই সংসার করেন বাবা। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by nisha Rao (@nisha_rao_1159)