আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় ফেনগালের। এই নাম সৌদি আরবের দেওয়া। মৌসম ভবন জানিয়েছে, ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের ফলে হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত। তামিলনাড়ু এবং পুদুচেরীর উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। স্কুল, কলেজ, অফিস বন্ধ।


মৌসম ভবন শুক্রবার বিকেলেই জানিয়েছিল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়েছে। দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর থেকে গত ছ’ঘণ্টায় তা ক্রমে উত্তর–উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। শনিবার সকালে চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিম এবং পুদুচেরি থেকে ১৮০ কিলোমিটার পূর্ব দিকে রয়েছে ঘূর্ণিঝড়। আগামী কয়েক ঘণ্টায় তা আরও পশ্চিম–উত্তর পশ্চিম দিকে সরবে। শনিবার বিকেলের মধ্যেই হবে ল্যান্ডফল। 


মৌসম ভবন জানিয়েছে, তামিলনাড়ু–পুদুচেরি উপকূলে কারইকাল এবং মহাবলীপুরমের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড়। তখন গতি থাকবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে গতি। সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারীর সতর্কতা জারি করা হয়েছে। 
ক্ষয়ক্ষতি এড়াতে তামিলনাড়ু সরকার স্কুল–কলেজ বন্ধের পাশাপাশি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের শনিবার বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। ইস্ট কোস্ট রোড এবং ওল্ড মহাবলীপুরম রোডে শনিবার বিকেলে যান চলাচল বন্ধ থাকবে। বিভিন্ন এলাকায় দু’হাজারের বেশি ত্রাণশিবির খোলা হয়েছে। উপকূল এলাকা থেকে অন্তত সাড়ে চার হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। একাধিক হেল্পলাইন নম্বর খোলা হয়েছে।