আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবারই সুপষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবার থেকে কঠিন হবে পরিস্থিতি। বৃহস্পতিবার রাত কিংবা শুক্রবার সকালেই শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ডানার ল্যান্ডফল। ২৪ অক্টোবর রাত এবং ২৫ অক্টোবর সকালের মধ্যে ঝড়টি পুরী এবং সাগর দ্বীপের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়বে, তেমনটাই শঙ্কা। অনেকেই মনে করছেন, ল্যান্ডফল হবে বৃহস্পতির রাতেই।
ডানার দুর্যোগের কথা মাথায় রেখেই দু’ রাজ্যের প্রশাসন তৎপর। তৎপর নবান্ন, উপকূলের জেলাগুলিতে মাইকিং করা হচ্ছে। কাকদ্বীপে খোলা হয়েছে কন্ট্রোল রুম। অন্যদিকে দুর্যোগের পূর্বাভাসে সতর্ক ওড়িশা। পড়শি রাজ্য জানিয়েছে, দুর্যোগের কথা মাথায় রেখে সবরকম পদক্ষেপ গ্রহণ করেছে সে রাজ্যের প্রশাসন। মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারির সঙ্গেই, পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা আগেই গিয়েছেন পুরী ভ্রমণে, তাঁদের বুধবারের মধ্যে ফিরে যাওয়ার নির্দেশিকা জারি, একই সঙ্গে বৃহস্পতি-শুক্রবার সমুদ্রে সৈকতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ওড়িশার উপ-মুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও জানিয়েছেন, রাজ্যের একাধিক বিভাগকে উচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্যদের প্রয়োজনীয় নির্দেশ জারি করেছে। বাতিল করা হয়েছে নির্দিষ্ট বিভাগের কর্মীদের ছুটি। শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর ওড়িশার ১৪ জেলার স্কুল ছুটি দেওয়া হয়েছে। দুর্যোগের আবহে পুরী সফর বাতিল করেছেন দেশের রাষ্ট্রপতি।
