আজকাল ওয়েবডেস্ক: পুনের সম্ভ্রান্ত এলাকা। চতুর্দিকে মানুষের বসবাস। তারমাঝেই যা ঘটে গেল, ঘটনায় ভয়ে কাঁপছে এলাকার মানুষ।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২৫ বছর বয়সী এক যুবতী অভিযোগ দায়ের করেছেন। তাতে তিনি লিখেছেন বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ তাঁর বাড়িতে যান এক 'ডেলিভারি বয়'। যুবতী আবয়াক হয়ে জানান, তিনি কিছু অর্ডার করেননি, তাঁর কোনও পার্সেল আসার কথাও নেই।
তবুও, ওই পার্সেল তাঁরই বলে জানান যুবক, বলেন প্রয়োজন একটি সইয়ের। যুবতী দরজা খুলতেই তাঁর মুখে কিছু স্প্রে করা হয় বলে অভিযোগ। অভিযোগ, ডেলিভারি বয় তাঁকে ধর্ষণ করে। যাওয়ার আগে যুবতীর ফোনে নিজের সেলফি তোলে এবং জানিয়ে যায়, 'আমি আবার আসব।' যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে। জানিয়েছে, চলছে তদন্ত।
দিনকয়েক আগেই, হাইওয়ের উপর এক সতেরো বছরের তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে দুই বাইক আরোহীর বিরুদ্ধে। পুনের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। তার পরেই ফের পুনেতেই ধর্ষণের অভিযোগ।
