আজকাল ওয়েবডেস্ক: বছর শেষে করোনা ঘিরে ফের উদ্বেগ বাড়ল দেশে। এবার করোনার নয়া উপরূপে আক্রান্ত এক মহিলার হদিশ মিলল কেরলে। শনিবার রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৭৯ বছরের এক বৃদ্ধা করোনার জেএন.১ ভ্যারিয়েন্টে আক্রান্ত। গত মাসে ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ নিয়ে করোনা পরীক্ষা করান বৃদ্ধা। রিপোর্ট পজিটিভ আসে। এরপর ১৮ নভেম্বর আরটি-পিসিআর পরীক্ষা করা হয়। ৮ ডিসেম্বর সেই রিপোর্ট মিলতেই জানা গিয়েছে, বৃদ্ধা করোনার এই নয়া উপরূপে আক্রান্ত ছিলেন। যদিও বর্তমানে তিনি করোনা থেকে সেরে উঠেছেন।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে আমেরিকায় প্রথমবার এই সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তির হদিশ পাওয়া গিয়েছিল। দেশেও এবার এই উপরূপে আক্রান্তের খোঁজ পাওয়া গেল। ১৫ ডিসেম্বর পর্যন্ত চিনে এই সাব ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ছিল ৭। সিঙ্গাপুরেও লাফিয়ে বাড়ছে এই উপরূপে আক্রান্তের সংখ্যা।
গত কয়েক সপ্তাহ ধরেই কেরলে করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে। তবে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, সমস্ত করোনা রোগীরা বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন। কারও উপসর্গ গুরুতর নয়। এই পরিস্থিতিতে ফের মাস্ক বাধ্যতামূলক করল কেরল সরকার।