আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে তাজ্জব সব কাণ্ড। একটি, অন্যটিকে তাক লাগাচ্ছে। আগেই দেখা গিয়েছিল যে, ভিড়ে হারিয়ে যাওয়া এড়াতে দুই বোন একে অপরের হাতে ফিতে জড়িয়ে রেখেছেন। এবার দেখা গেল, একই কারণে এক বৃদ্ধ দম্পতি দড়ি বেঁধে একসঙ্গে ঘুরছেন!

ইনস্টাগ্রামে শেয়ার করা একটি রিল ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে যে, মহাকুম্ভ মেলায় অংশগ্রহণকারী দম্পতি দড়ি বেঁধে একসঙ্গে হাঁটছেন। ভিড়ের মধ্যে বিচ্ছেদ ঠেকাতেই এই উদ্যোগ তাঁদের। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, "মহাকুম্ভে যোগদানকারী এক দম্পতি তাদের ভালোবাসার প্রতীক হিসেবে এবং একসঙ্গে থাকার জন্য নিজেদেরকে দড়ি দিয়ে বেঁধেছেন। পবিত্র স্নানের সময় তাঁদের অনন্য অঙ্গভঙ্গি মনোযোগ আকর্ষণ করেছে। তাঁদের নিষ্ঠা দেখার মত। এই হৃদয়গ্রাহী দৃশ্যগুলি সত্যিই বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ, মহাকুম্ভে ঐক্যকে  প্রতিফলিত করে।" 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by LOG KYA SOCHENGE (@log.kya.sochenge)