আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে তাজ্জব সব কাণ্ড। একটি, অন্যটিকে তাক লাগাচ্ছে। আগেই দেখা গিয়েছিল যে, ভিড়ে হারিয়ে যাওয়া এড়াতে দুই বোন একে অপরের হাতে ফিতে জড়িয়ে রেখেছেন। এবার দেখা গেল, একই কারণে এক বৃদ্ধ দম্পতি দড়ি বেঁধে একসঙ্গে ঘুরছেন!
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি রিল ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে যে, মহাকুম্ভ মেলায় অংশগ্রহণকারী দম্পতি দড়ি বেঁধে একসঙ্গে হাঁটছেন। ভিড়ের মধ্যে বিচ্ছেদ ঠেকাতেই এই উদ্যোগ তাঁদের। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, "মহাকুম্ভে যোগদানকারী এক দম্পতি তাদের ভালোবাসার প্রতীক হিসেবে এবং একসঙ্গে থাকার জন্য নিজেদেরকে দড়ি দিয়ে বেঁধেছেন। পবিত্র স্নানের সময় তাঁদের অনন্য অঙ্গভঙ্গি মনোযোগ আকর্ষণ করেছে। তাঁদের নিষ্ঠা দেখার মত। এই হৃদয়গ্রাহী দৃশ্যগুলি সত্যিই বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ, মহাকুম্ভে ঐক্যকে প্রতিফলিত করে।"
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by LOG KYA SOCHENGE (@log.kya.sochenge)
ভিডিওটি, অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে প্রচুর জনপ্রিয় হয়েছে, দুই মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। দম্পতির উদ্যোগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মুখে হাসি ফুটিয়েছে। অনেকেই তাদের দৃঢ় এবং অটল বন্ধনের প্রশংসা করেছেন।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, "দড়ি খুব পাতলা কিন্তু বাঁধন খুব শক্তিশালী।" অন্য একজন লিখেছেন, "আজকাল যখন তথাকথিত সেলিব্রিটিদের বিবাহবিচ্ছেদের খবর আকছার শোনা যায়, তখন এই ধরণের রিল সত্যিই হৃদয়গ্রাহী।" একজন লিখেছেন, "তাঁরা কত সরল।" কমেন্ট বক্সে লেখা রয়েছে, "একেই বলে বিশুদ্ধ প্রেম।"
কেউ একজন উচ্ছ্বসিত হয়ে লিখেছেন, "ভালোবাসা তুঙ্গে, যা আত্মা দ্বারা সংযুক্ত, দড়ি নয়।"
গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভমেলা ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। এই পবিত্র সমাবেশের সময় পাঁচটি ‘অমৃত স্নান’ নির্ধারিত হয়েছে। প্রথমটি অনুষ্ঠিত হয়েছিল ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তি উপলক্ষে। এই বিশেষ স্নানের আসন্ন তারিখগুলি হল ২৯ জানুয়ারি (মৌনী অমাবস্যা), ৩ ফেব্রুয়ারী (বসন্ত পঞ্চমী), ১২ ফেব্রুয়ারী (মাঘী পূর্ণিমা) এবং ২৬ ফেব্রুয়ারী (মহা শিবরাত্রি)।