আজকাল ওয়েবডেস্ক: রাস্তার ধারে পাঁচতারা বিহাসবহুল হোটেলের ঘর। সেখানেই ছিলেন যুগল। বিলাসবহুল হোটেলের কামরায় উদ্দাম যৌনতায় মেতেছিলেন যুগল। ভুলে গিয়েছিলেন কাচের জানলার পর্দা টানতে! সেই ভুলের বড় মাসুল গুনতে হল তাঁদের।
পর্দা টানা না থাকায় ওই যুগলের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য নজরে পড়ে পথচারীদের চোখে। যুগলের কীর্তি দেখতে হোটেলের ওই কামরার পাশের রাস্তায় সেই সময়ে ভিড় জমে যায়। অনেক অতি উৎসাহী ক্যামেরাবন্দি করলেন পুরো ঘটনা। এতেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। হোটেলের সামনের উড়ালপুলে যানজট তৈরি হয়। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে ২২ গোডাউনের কাছে হলিডে ইন হোটেলে।
ভাইরাল ওই ভিডিও দেখে এরপরই নেটপাড়ায় নিন্দার ঝড়। নেটাগরিকদের অনেকেই ওই ঘটনার দায় চাপিয়েছে হোটেল কর্তৃপক্ষের উপরে। যুগলের অন্তরঙ্গ মুহূর্ত দেখার জন্য এবং বিষয়টি ক্যামেরাবন্দি করার জন্য রাস্তায় ভিড় জমানো জনগণেরও সমালোচনা করে সরব হয়েছেন অনেকে।
অনেক নেটাগরিকদের দাবি, হোটেলের কামরায় ঘনিষ্ঠ হওয়ার সময় ওই যুগলের আরও সাবধানি হওয়া উচিত ছিল। কেউ কেউ বলেছেন, "এ ভাবে কোনও মানুষের গোপন মুহূর্ত ক্যামেরাবন্দি করা অপরাধ। ওই যুগলের জীবন নষ্ট হয়ে যেতে পারে। যাঁরা ভিডিও ক্যামেরাবন্দি করেছেন তাঁদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হোক।"
একজন নেটনাগরিক লিখেছেন, "জয়পুরের হলিডে ইন হোটেলের রাস্তা থেকে রেকর্ড করা এক দম্পতির ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়ে আলোড়ন সৃষ্টি করেছে। এটি গোপনীয়তার লঙ্ঘন, যা ভারতীয় আইন অনুসারে অবৈধ হতে পারে (যেমন আইপিসি ধারা ৩৫৪সি)। কেউ কেউ বিশ্বাস করেন যে দম্পতির সতর্ক থাকা উচিত ছিল, কিন্তু রেকর্ডিং এবং শেয়ার করা অনৈতিক। হোটেলের দায়িত্বও প্রশ্নের মুখে, যেমন পর্দার ব্যবস্থা। এই ঘটনা ডিজিটাল যুগে গোপনীয়তাকে চ্যালেঞ্জ জানিয়েছে।"
