আজকাল ওয়েবডেস্ক: সংসারের ঝক্কি আর ভাল লাগছিল না। তাই স্বামী, স্ত্রী, সন্তানদের ঘরে রেখেই পালিয়ে গেল প্রেমিক যুগল। শুধু তাইই নয়, পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে সারলেন দু'জনে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই হুলস্থুল কাণ্ড।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মাহারিয়া গ্রামে। ওই গ্রামেরই বাসিন্দা গীতা ও গোপাল বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গীতা পাঁচ সন্তানের মা এবং গোপালের চার সন্তান রয়েছে। একে অন্যের স্বামী-স্ত্রীকে না জানিয়েই পালিয়ে বিয়ে সারেন তাঁরা।
গীতা ও গোপালের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে ৫ এপ্রিল। সেদিন ফেসবুকে কয়েকজন গ্রামবাসী দু'জনের বিয়ের ছবি দেখতে পান। ছবিটি শেয়ার করেছিলেন গোপাল। এরপর গ্রামবাসীরাই দু'জনের পরিবারকে জানান। যা দেখে মাথায় হাত দুই পরিবারের। যদিও পুলিশে কোনও অভিযোগ তাঁরা দায়ের করেননি।
গীতার স্বামী জানিয়েছেন, তিনি মুম্বইয়ে একটি খাবারের দোকানে কাজ করেন। দিন কয়েক আগে বাড়িতে এসেছেন। এদিকে গীতা তাঁর কষ্টার্জিত ৯০ হাজার টাকা, সমস্ত গয়না নিয়ে পালিয়ে গেছেন। পাঁচ সন্তানের ভবিষ্যতের কথা একবারও ভাবেননি। তিনি পুলিশের দ্বারস্থ হবেন। অন্যদিকে গোপালের স্ত্রী জানিয়েছেন, স্বামী দীর্ঘদিন ধরেই অত্যাচার করতেন। দ্বিতীয় বিয়েতে আপত্তি না থাকলেও, সন্তানদের দেখভালের দায়িত্ব গোপালকেই পালন করতে বলে জানিয়েছেন তিনি।
