আজকাল ওয়েবডেস্ক: হোলির দিন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাননি। ডিউটির জন্য সকাল সকাল রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। কর্তব্যরত অবস্থায় আচমকা শরীরে অস্বস্তি। বুকে ব্যথা। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সঙ্গে সঙ্গে মৃত্যু্র কোলে ঢলে পড়লেন এক পুলিশ আধিকারিক। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ইন্দোরে। পুলিশ জানিয়েছে, ৫৪ বছর বয়সি পুলিশ আধিকারিকের নাম, সঞ্জয় পাঠক। তিনি আদতে ভোপালের বাসিন্দা। শনিবার দুপুরে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে। সে সময় তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন। 

 

পুলিশ আরও জানিয়েছে, হোলির দিন বেতমা শহরে ডিউটিতে গিয়েছিলেন পুলিশ ইন্সপেক্টর সঞ্জয় পাঠক। এই শহরে প্রায়ই দাঙ্গার খবর প্রকাশ্যে আসে‌। হোলির দিন যাতে অশান্তির ঘটনা না ঘটে, তাই ওই এলাকায় ছিলেন পুলিশ ইন্সপেক্টর। ডিউটিতে থাকাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বুকে ব্যথা নিয়ে হঠাৎ রাস্তায় লুটিয়ে পড়েন। 

 

দ্রুত অ্যাম্বুল্যান্সে করে ইন্দোরের বম্বে হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পরেই চিকিৎসকরা পুলিশ ইন্সপেক্টরকে মৃত বলে ঘোষণা করেন। জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর।