আজকাল ওয়েবডেস্ক: চলতি বছর শেষেই বিহারে বিধানসভা ভোট হবে। তার আগে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ। যা নিয়ে তুমুল বিতর্ক। এসবের মধ্যেই সামনে এল আরও এক তাজ্জব ঘটনা। দেখা যাচ্ছে, বিহারের মাধেপুরা জেলায় মাধেপুরা পৌরনিগমের কাউন্সিলের ভোটার আইডি কার্ডে তাঁর নিজের ছবির পরিবর্তে ছাপা হয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছবি!

জানা গিয়েছে, ৩০ বছর বয়সী কাউন্সিলর অভিলাষা কুমারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাঁর ভোটার কার্ডে ঠিকানা সংশোধন করার জন্য অনুরোধ করার পরে এই বিভ্রান্তি ঘটে। কমিশন ভোটার কার্ডে ঠিকানা সংশোধন করলেও এবার ছবি পাল্টে দিয়েছে। অভিলাষা কুমারীর বদলে রয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মুখ। 

অভিলাষা কুমারী বলেছেন, "আমি আমার ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করেছিলাম, কিন্তু যখন আমি পোস্ট অফিসের মাধ্যমে তা পেলাম সেখানে ফের ভুল বেরলো। এবার ছবির ভুল।"  

কাউন্সিলর অভিলাষার স্বামী চন্দন কুমার ভুলের জন্য কমিশনকে দায়ী করেছেন। অবহেলার অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, "সংশোধিত ভোটার কার্ডে বাকি সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু ছবিটি কেবল নীতিশ কুমারজির। এটা কমিশনেরর পক্ষ থেকে মারাত্মক অবহেলা। একজন মহিলার ভোটার কার্ডে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি প্রদর্শিত হওয়া বড় ভুল।"

অভিলাষার কথায়, "এটা একটি গুরুতর ত্রুটি। এই ধরনের ভুল ভোটার আইডি প্রস্তুতকারী সংস্থা বা কর্মচারীর অবহেলার প্রতিফলন। ভবিষ্যতে যাতে এই ধরনের ভুল না হয় সেজন্য আমি তদন্তের দাবি করছি।" নীতিশ কুমারের যে ছবি অভিলাষার ভোটার কার্ডে দেওয়া হযেছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ ওই ছবিতে, নীতীশ সূর্যের আলো থেকে চোখ আড়াল করার চেষ্টা করছিলেন। পুরোটাই মসকরা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর।

দম্পতি আরও দাবি করেছেন যে, যখন তাঁরা এই অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের (বিএলও) কাছে গিয়েছিলেন, তখন তাঁদের বিষয়টি কাউকে না বলার জন্য বলা হয়েছিল।

ভোটার তালিকা সংশোধনের আবহে এই ভুলে বিরোধী রাজনৈতিক দলগুলি বিহারের শাসক দলকে তীব্র আক্রমণ করছে। নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকারকে "গুরুতর প্রশাসনিক অবহেলার" অভিযোগ করে তৃণমূল কংগ্রেস এক্স-পোস্ট করেছে। সেখানে লেখা হয়েছে, "বিহার থেকে একটি মর্মান্তিক এবং লজ্জাজনক ঘটনা সামনে এসেছে। যেখানে মাধেপুরা জেলায় একজন মহিলার ভোটার আইডি কার্ডে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ছবির পরিবর্তে তাঁর মুখ দেখা যাচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে একই রকম অদ্ভুত, ভুল ভোটার আইডির খবর আসছে।"

 

?ref_src=twsrc%5Etfw">July 10, 2025

এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দায়ী বিএলও-কে কারণ দর্শানোর জন্য এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে।