আজকাল ওয়েবডেস্ক: বিতর্কিত মন্তব্য করে ফের জল ঘোলা করে দিলেন কংগ্রেস মুখপাত্র শ্যামা মহম্মদ। তিনি এবার এক আজব দাবি করলেন। সেখানে তিনি বলেন, অঙ্ক নিয়ে এসেছে ইসলাম। তার এই মন্তব্যের পরই বিভিন্ন মহলে তৈরি হয়েছে বিতর্ক।


এর আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সকলের বিরাগভাজন হয়েছিলেন শ্যামা মহম্মদ। এবার ফের একবার তিনি নতুন করে বিতর্ক তৈরি করলেন। এবার তিনি দাবি করলেন বিশ্ববাসীর কাছে অঙ্ক নিয়ে এসেছে ইসলাম। একটি সংবাদ সংস্থাকে দেওয়া বার্তায় তিনি এই কথা বলেছেন। 

?ref_src=twsrc%5Etfw">March 6, 2025

 


এই ধরণের বার্তা সামনে আসার পর বিজেপির পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা হয়েছে। বিজেপির আইসি সেলের প্রধান অমিত মালব্য জানিয়েছেব, রাহুল গান্ধী একা সমস্ত ধরণের বিতর্কিত মন্তব্য করতে পারেন না। তাই কংগ্রেস মুখপাত্রও সেই কাজে নেমেছেন। 


বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা জানিয়েছেন, কংগ্রেস দলে থেকে অনেকেই রাহুল মতোই চিন্তাধারা রাখছেন। এর আগেও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কংগ্রেসের এই মুখপাত্র। 

 


প্রসঙ্গত, কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে মোটা বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেসের এই মুখপাত্র। রোহিতকে খানিকটা রোগা হওয়ার পরামর্শও দিয়েছিলেন এই কংগ্রেস মুখপাত্র। রোহিতকে একজন সাধারণ মানের খেলোয়াড়ও বলেছিলেন তিনি। 

 


যদিও পরে রোহিতকে নিয়ে করা মন্তব্যে ঢোঁক গিলেছিলেন এই কংগ্রেস মুখপাত্র। অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ফাইনালে যাওয়ার পর তিনি লিখেছিলেন, ভারতীয় দলকে অভিনন্দন। বিরাট কোহলির ৮৪ রানের ইনিংসটি দেশবাসীর মন কেড়েছে। এবার ফাইনালের দিকে তারা তাকিয়ে রয়েছেন।