আজকাল ওয়েবডেস্ক: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে শুক্রবার কংগ্রেস 'সংবিধান লিডারশিপ প্রোগ্রাম' চালু করেছে। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সকল বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “ন্যায় পূর্ণ হবে না, যদি বঞ্চিত শ্রেণির প্রকৃত অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত না হয়।”

এক্স-এ পোস্ট করে তিনি জানান, “আপনি যদি মহিলা, দলিত, মহাদলিত, ওবিসি, ইডব্লিউএস, পশমন্দা বা সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ হন — তবে এই প্রোগ্রামে যোগ দিন।” তিনি আরও বলেন, “এটাই সময়, একত্রিত হয়ে আমাদের অধিকার, জাতিগত জনগণনার মাধ্যমে সামাজিক ন্যায়ের জন্য আওয়াজ তোলার।”

এই প্রোগ্রামের মাধ্যমে বিহারের প্রতিটি জেলা ও অঞ্চলে স্থানীয় সংগঠক তৈরি করে সমাজে নেতৃত্ব গড়ার উদ্যোগ নেওয়া হবে। সাদা টি-শার্ট পরে এই কর্মীরা প্রান্তিক শ্রেণির সম্মান ও অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

কংগ্রেসের বক্তব্য, এই আন্দোলনের লক্ষ্য হচ্ছে প্রান্তিক শ্রেণির মধ্যে নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি করা — বিশেষ করে মহিলা, দলিত, ওবিসি, পশমন্দা ও সংখ্যালঘুদের মধ্যে। রাহুলের 'সাদা টি-শার্ট' এখন এই লড়াইয়ের প্রতীক।

“সংবিধান ও গণতন্ত্রের উপর বিজেপি-আরএসএসের আক্রমণের বিরুদ্ধে বঞ্চিত সমাজের শক্তিশালী রাজনৈতিক কণ্ঠস্বর তুলে ধরাই আমাদের লক্ষ্য। আপনি কি নেতৃত্বের জন্য প্রস্তুত?” — এমনই প্রশ্ন তুলেছে কংগ্রেস।