আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের পাহালগাঁও-এ গত সপ্তাহে সংঘটিত জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মার্কিন উপ-রাষ্ট্রপতি জে.ডি. ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে ভারত এমনভাবে প্রতিক্রিয়া জানাবে, যাতে দক্ষিণ এশিয়ায় আরও বড় আকারের সংঘর্ষ তৈরি না হয়। একইসঙ্গে তিনি পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন নয়াদিল্লির সঙ্গে সহযোগিতা করে সেসব জঙ্গিদের ধরতে সহায়তা করে, যারা কখনও কখনও পাকিস্তানের মাটি থেকে অভিযান চালায়।

যুক্তরাজ্যও এই হামলাকে "ঘৃণ্য" বলে মন্তব্য করেছে এবং সব পক্ষকে মাপজোখ করে কাজ করার ও উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে।

দেশের অভ্যন্তরে, কংগ্রেস ওয়ার্কিং কমিটি আজ জরুরি বৈঠক করেছে পাহালগামের হামলা নিয়ে। বৈঠকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং সরকারের কাছে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানানো হয়।

অন্যদিকে, সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ নির্দেশে বলেছে, পাকিস্তানি বংশোদ্ভূত এক পরিবারের ছয় সদস্যকে, যাদের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষ হওয়ার অভিযোগ আছে, তাদের নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র যাচাই না হওয়া পর্যন্ত যেন জোর করে দেশে ফেরত না পাঠানো হয়। ওই পরিবার দাবি করেছে, তাদের কাছে বৈধ ভারতীয় নাগরিকত্বের প্রমাণ রয়েছে।

পাহালগাঁও-এ হামলার পর দেশের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে। আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক চাপের মধ্যেও, সরকারকে এখন অভ্যন্তরীণ নিরাপত্তা ও মানবিক দায়িত্বের ভারসাম্য রক্ষা করতে হবে।