আজকাল ওয়েবডেস্ক:‌ নভেম্বরের শুরুতেই বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল প্রায় ৬২ টাকা। যার ফলে ১ নভেম্বর থেকে দিল্লিতে ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম হল ১,৮০২ টাকা। এই নিয়ে পরপর টানা ৪ মাস এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল।


প্রসঙ্গত, প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশেধিত পেট্রোলিয়ামের দামের পর্যালোচনা করে সেই অনুযায়ী এলপিজি পণ্যের দাম নির্ধারণ করে। এবারও অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।


যার ফলে কলকাতায় এখন ১৯ কেজির সিলিন্ডারের দাম হল ১,৯১১.‌৫০ টকা। মুম্বইয়ে দাম হল ১,৭৫৪.‌৫০ টাকা। আর চেন্নাইয়ে দাম হল ১,৯৬৪.‌৫০ টাকা।
তবে ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে। ৮২৯ টাকাতেই পাওয়া যাবে ১৪.‌২ কেজির এলপিজি সিলিন্ডার।