আজকাল ওয়েবডেস্ক: কমল গ্যাস সিলিন্ডারের দাম। আজ, ১লা এপ্রিল থেকেই সংশোধিত দাম কার্যকর হয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটাই কমল। সিলিন্ডার পিছু দাম কমেচে ৪১ টাকা করে। তবে, বাড়িতে ব্যবহার করার গ্যাস সিলিন্ডারের দামে অপরিবর্তিত রয়েছে।
কোথায় কত দাম হল?
তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে পাওয়া তথ্য অনুসারে-
- দিল্লিতে এখন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ১,৭৬২ টাকা। কমেছে ৪১ টাকা।
- কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৮৬৮.৫০ টাকা হয়েছে। অর্থাৎ কমেছে ৪৪ টাকা ৫০ পয়সা।
- মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ১৭১৩.৫০ টাকা। কমেছে ৪২ টাকা।
- চেন্নাইয়ে এখন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ১৯২১.৫০ টাকা। কমল ৪৩.৫০ টাকা।
উল্লেখ্য, গত মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছিল ৬ টাকা। তবে ভফেব্রুয়ারিতে কমেছিল ৭ টাকা করে।
তেল সংস্থাগুলি নিয়মিতভাবে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম-সহ বিভিন্ন কারণের উপর ভিত্তি করে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে। তবে এই দাম রাজ্য ভেদে পরিবর্তিত হয় এবং স্থানীয় কর এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে।
বাড়ি কাজে ব্যবহৃত গ্যাল সিলিন্ডারের দাম-
- দিল্লি - ৮০৩ টাকা।
- কলকাতায় - ৮২৯ টাকা।
- মুম্বই - ৮০২.৫০ টাকা।
- চেন্নাই - ৮১৮.৫০ টাকা।
- লখনউ - ৮৪০.৫০ টাকা।
