আজকাল ওয়েবডেস্ক: বছরের শেষভাগে আবারও বিরাট বদল গ্যাসের দামে। মাসের শুরুতেই সুখবর। কমল গ্যাস সিলিন্ডারের দাম। পয়লা নভেম্বরে দেশজুড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল। পয়লা নভেম্বর থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের এই নতুন দাম কার্যকর হবে‌ সব মেট্রো শহরে। গত মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম খানিকটা বেড়েছিল। নভেম্বরে যা ফের স্বস্তি দিল। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওয়েল মার্কেটিং কোম্পানিজ শনিবার ঘোষণা করেছে, মেট্রো শহরগুলিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে‌। যদিও তা সামান্য। সাড়ে ছ'টাকা কমেছে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম। 

কোন শহরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত কমল? 
কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডার পিছু দাম কমে হচ্ছে ১৬৯৪ টাকা। আগের মাসের তুলনায় ৬ টাকা ৫০ পয়সা কমেছে। দিল্লিতে কমেছে পাঁচ টাকা। বর্তমানে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৫৯৫.৫০ টাকা। চেন্নাইয়ে কমেছে চার টাকা। বর্তমানে চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৫০ টাকা। মুম্বইয়েও কমেছে পাঁচ টাকা। পয়লা নভেম্বর থেকে মুম্বইয়ে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১৫৪২ টাকা। 

প্রসঙ্গত, অক্টোবরে দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। কলকাতায় পুজোর মাসে বাণিজ্যিক গ্যাসের দাম ৫০ টাকা ৫০ পয়সা কমে হয়েছিল ১৬৮৪ টাকা। তবে অক্টোবর মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারপিছু দাম ছিল ১৭০০ টাকা ৫০ পয়সা। অর্থাৎ পুজোর মাসের তুলনায় ১৬ টাকা ৫০ পয়সা বৃদ্ধি হয়েছিল। এই মাসে আবার ৬ টাকা ৫০ পয়সা দাম কমাল কেন্দ্র। 

কেন্দ্রে আবারও ক্ষমতায় আসার পর থেকে বিজেপি সরকার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একটানা কমিয়েছে। অক্টোবরের আগে গত কয়েক মাসেই একটানা নিম্নমুখী ছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। পয়লা জুন থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হল ১ হাজার ৮২৬ টাকা। দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৩ টাকা ৫০ পয়সা। মুম্বইয়ে দাম দাঁড়িয়েছিল ১ হাজার ৬৭৪ টাকা ৫০ পয়সা। চেন্নাইতে দাম কমে হয় ১ হাজার ৮৮১ টাকা। 

১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও, রান্নার গ্যাসের দাম নভেম্বরে অপরিবর্তিত রয়েছে। বাড়িতে রান্নার কাজে যে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়, তার দাম অপরিবর্তিত আছে। শেষবার ওই গ্যাস সিলিন্ডারের দাম পালটেছিল ২০২৫ সালের ৮ এপ্রিল। তখন থেকেই একই দাম রয়ে গিয়েছে। কোনও পরিবর্তন করা হয়নি। নভেম্বরে ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কলকাতা ৮৭৯ টাকা, দিল্লিতে ৮৫৩ টাকা, মুম্বইয়ে ৮৫২.৫ টাকা, চেন্নাইয়ে ৮৬৮.৫ টাকা।