আজকাল ওয়েবডেস্ক: বিভিন্ন স্কুলে ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়ার দাবি উঠছে। প্রচুর স্কুলে তা দেওয়াও হয়। কিন্তু উত্তরপ্রদেশের বরেলিতে ঘটল অদ্ভুত এক ঘটনা। সেখানকার একটি স্কুলে পরীক্ষার সময় স্যানিটারি প্যাড চাওয়ায় একাদশ শ্রেণীর এক ছাত্রীকে শাস্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রধানশিক্ষকের কাছে স্যানিটারি প্যাড চাওয়ার পর তাঁকে এক ঘণ্টা শ্রেণীকক্ষের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনাটি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি জানার পর, মেয়েটির বাবা জেলা ম্যাজিস্ট্রেট, জেলা স্কুল পরিদর্শক (ডিআইওএস), রাজ্য মহিলা কমিশন এবং মহিলা কল্যাণ বিভাগের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
মেয়েটির বাবার জানিয়েছেন, তাঁর মেয়ে পরীক্ষার জন্য স্কুলে গিয়েছিল, যখন সে বুঝতে পারে তার ঋতুস্রাব শুরু হয়ে গিয়েছে। অভিযোগ, প্রধানশিক্ষকের কাছে স্যানিটারি প্যাড চাওয়ায় তাকে সাহায্যের পরিবর্তে উপেক্ষা করা হয়েছিল এবং দুর্ব্যবহার করা হয়েছিল। ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং প্রায় এক ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। জেলা স্কুল পরিদর্শক দেবকী নন্দন জানিয়েছেন, তদন্ত চলছে। দোষীরা উপযুক্ত শাস্তি পাবেন।
গত বছর, বোর্ড পরীক্ষার আগে, শিক্ষা মন্ত্রক একটি পরামর্শ জারি করে জানিয়েছিল, দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার সময় মেয়েদের বিশ্রামাগারের বিরতি নিতে দেওয়া উচিত। সমস্ত পরীক্ষাকেন্দ্রে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করতে হবে। এই পরামর্শটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমস্ত স্কুল, সিবিএসই বোর্ড, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) এবং নবোদয় বিদ্যালয় সমিতি (এনভিএস)-র জন্য প্রযোজ্য ছিল।
