আজকাল ওয়েবডেস্ক: মাকে ফিরে পেয়েও মার কোলে যেতে চাইছে না খুদে। বাবা-মাকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেও আনন্দের ছিটেফোঁটাও নেই তার। উল্টে নিজের অপহরণকারীকে কাছ ছাড়া করতে নারাজ ওই বছর দু’য়েকের শিশু। অপহরণকারীর কোল থেকে শিশুটিকে নিয়ে নিতেই অঝোরে কাঁদছে বালকটি। চোখের জল বাধ মানছে না ওই অপহরণকারীরও। দুইজনের কান্নার এই দৃশ্য দেখে বোধহয় আবেগতাড়িত পুলিশও। না, এটা কোনও সিনেমার গল্প নয়। এটি বাস্তবে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা।

 

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, জয়পুর থেকে ১১ মাস বয়সী ওই শিশুটিকে অপহরণ করে তনুজ চাহার নামে ওই অপহরণকারী। জানা গিয়েছে, একসময় তনুজ উত্তরপ্রদেশ পুলিশের হেড কনস্টেবল ছিলেন। গত বছর ১৪ জুন ৪-৫ জন সহযোগী নিয়ে শিশুটিকে অপহরণ করে তনুজ। অভিযোগের ভিত্তিতে শিশুটির খোঁজে তদন্তে নামে জয়পুর পুলিশ।

 

একইসঙ্গে পুলিশের চোখে ধুলো দিয়ে খুদেকে নিয়ে আত্মগোপন করতে সক্ষম হয় অপহরণকারীও। জানা গিয়েছে, যমুনা নদী সংলগ্ন এলাকায় সাধুর ছদ্দবেশে বাচ্চাটিকে নিয়ে লুকিয়েছিল তনুজ। প্রায় ১৪ মাস পর গোপন সূত্রে তনুজ সহ ওই শিশুর খোঁজ পায় উ্ত্তরপ্রদেশ ও রাজস্থান পুলিশ। পরবর্তী সময় পুলিশের জালে ধরা পড়ে তনুজ। উদ্ধার হয় খুদেও।

 

কিন্তু অপহরণকারীর থেকে মার কোলে শিশুটিকে ফিরিয়ে দিতে গেলে কান্নাকাটি শুরু করে সে। অপহরণ করলেও ১১ মাসের ওই একরত্তিকে সেইসময় থেকেই যে মানুষ করেছেন তনুজ। আদরে সোহাগে বা্চ্চাটি সন্তান স্নেহ দিয়েছে সেই অপহরণকারী।

 

নিস্পাপ মন অপহরণের নির্মমতা বোঝেনি, তাই মাকে সামনে পেয়েও তনুজকে ছেড়ে ‘অচেনা’ মার কাছে কিছুতেই যাবে না সে। ক্রন্দনরত ওই খুদের ভালোবাসায় চোখ বেয়ে অশ্রু নেমে এসেছে তনুজেরও। যদিও শেষমেশ সন্তানকে মার কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। ছেলেকে ফিরে পেয়ে হাসি ফুটেছে মার মুখে।