আজকাল ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। পাড়ার অনুষ্ঠানে লাউড স্পিকার ভাড়া করা হয়েছিল। দিনভর অনুষ্ঠান চলে সেখানে। কিন্তু তা থেকেই এরকম মারাত্মক ঘটনা ঘটবে, ভাবনাতেও আসেনি কারও। ভাড়া করা লাউড স্পিকার ভেঙে, প্রাণ গেল তিন বছরের খুদের। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায়।

সোমবার মুম্বাইয়ের ভিক্রোলি এলাকায় প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য লাগানো লাউডস্পিকার ভেঙে তিন বছরের ওই খুদের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সকাল ১১টা নাগাদ ঠাকুর নগরে এবং গোটা ঘটনাটি সিসিটিভিতে তা ধরা পড়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর তেমনটাই। 

জানা গিয়েছে, নিহতের নাম জাহ্নবী সোলকার। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান আয়োজনকারী স্থানীয় একটি গোষ্ঠী দুটি বড় লাউডস্পিকার মাটিতে রেখেছিল। ঘটনাপ্রসঙ্গে পুলিশ জানিয়েছে, খুদেকে যখন একটি সরু গলিতে দৌড়াচ্ছিল তখন দুর্ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একজন স্ক্র্যাপ ডিলার তার সামনে দিয়ে একটি বড় ব্যাগে নিয়ে হেঁটে যাচ্ছে। তখনই ধাক্কা লাগে। যার ফলে, ওই লাউডস্পিকার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খুদের উপরে। স্থানীয়রা তৎক্ষণাৎ ওই শিশুটির কাছে ছুটে যান। জানা গিয়েছে, ওই ব্যক্তির সঙ্গে ধাক্কা লাগার কারণে লাউড স্পিকারের তারে টান পড়ে। ফলে ওই স্পিকার হুড়মুড়িয়ে পড়ে যায় শিশুটির গায়ে। 

জানা গিয়েছে, ভিক্রোলি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১০৬(১) এর অধীনে অবহেলার কারণে মৃত্যু হিসেবে একটি এফআইআর নথিভুক্ত করেছে। লাউডস্পিকারগুলি সাজানোর দায়িত্বে থাকা বিনোদ পারমার এবং স্ক্র্যাপ ডিলার সৈয়দ গুরানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

 

অন্যদিকে প্রজাতন্ত্র দিবসেই মর্মান্তিক ঘটনা ঘটেছে ওড়িশায়। প্রজাতন্ত্র দিবসে পতাকা নামাতে গিয়েই ঘটে বিপত্তি। কোচিং সেন্টারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি হল দশম শ্রেণির এক ছাত্রের‌। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ওড়িশায়। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, জগৎসিংপুর জেলায় দশম শ্রেণির এক ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এক প্রাইভেট কোচিং সেন্টারে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হাজির ছিল সে। পতাকা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক পরিণতি হয়েছে তার। 

পুলিশ আরও জানিয়েছে, মৃত পড়ুয়ার নাম, ওমপ্রকাশ দ্বিবেদী। সে আদতে কেন্দ্রপাড়া জেলার বাসিন্দা। কিন্তু পড়াশোনার জন্য কয়েক মাস ধরে জগৎসিংপুরে আত্মীয়ের বাড়িতে থাকত। সোমবার ওই কোচিং সেন্টারে টিউশনে গিয়েছিল সে। সেখানে প্রজাতন্ত্র দিবসের উদযাপনের পর পতাকা নামাতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়।