আজকাল ওয়েবডেস্ক : জম্মু-কাশ্মীর নিয়ে বিশেষ চিন্তাভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। আগামী ৫ বছরে সেখানে যাতে সুস্থভাবে সরকার চলতে পারে সেদিকে নজর রাখবে কেন্দ্র। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। সেখানেই ওমরকে আশ্বস্ত করেন অমিত শাহ।
নতুন সরকার যাতে ভূস্বর্গের উন্নতিতে কোনও খামতি না রাখে সেদিকে সমস্ত কাজ করবে নতুন রাজ্য সরকার। তাকে সবধরণের সহায়তা করবে কেন্দ্র। একঘন্টার বৈঠকে দুজনের মধ্যে কাশ্মীরের উন্নতির নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। জানা গিয়েছে ওমর আবদুল্লাহ খুব শীঘ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করবেন। জম্মু-কাশ্মীরের জনতা যাতে সংবিধানের সমস্ত সুবিধা ভোগ করতে পারেন সেদিকে নজর রাখবে নতুন সরকার।
এদিন বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন, ভূস্বর্গ থেকে জঙ্গি নিধনে সবধরণের ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার। প্রয়োজনে নতুন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে আলাদাভাবে কথা বলা হবে। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল যেন আগামীদিনে নিজের মত করে কাজ করতে পারে সেদিকে বিশেষ জোর দেওয়া হবে।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে তিনি আগ্রহী। দীর্ঘ বহু বছর ধরে ভূস্বর্গে উন্নয়নের গতি থমকে রয়েছে। তাকে ফের গতি দিতে চান তিনি। এবিষয়ে তাকে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার গোটা কাশ্মীর জুড়ে তিনি উন্নয়নের জোয়ার বইয়ে দিতে চান। আগামী ৫ বছরে এই কাজই তিনি করবেন।
