আজকাল ওয়েবডেস্ক: উপকূলের আরও কাছে এগিয়ে এল ঘূর্ণিঝড়। আর কিছুক্ষণেই স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'ফেনগাল'। ইতিমধ্যেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ু ও পুদুচেরিতে। গোটা রাজ্যেই জারি রয়েছে লাল সতর্কতা। তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবার বন্ধ করা হল চেন্নাই বিমানবন্দর। বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
মৌসম ভবন সূত্রে খবর, শনিবার বিকেলে তামিলনাড়ু–পুদুচেরি উপকূলে কারইকাল এবং মহাবলীপুরমের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় 'ফেনগাল'। সে সময় ঝড়ের গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আজ থেকে সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
চেন্নাই বিমানবন্দরের তরফে ঘোষণা করা হয়েছে, আজ সন্ধে সাতটা পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের কারণে সমস্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে। সকাল থেকে ২২টি বিমান বাতিল করা হয়েছে। ঝড়ের দাপট কমলে বিমান পরিষেবা স্বাভাবিক হবে। বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবাও। রেলের তরফে ঘোষণা করা হয়েছে, ঘূর্ণিঝড়ের জেরে আজ লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে।
মৌসম ভবন জানিয়েছে, আগামী তিনদিন চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গলপাট্টু, ভিল্লুপুরম, কল্লাকুর্চি, কুড্ডুলুর এবং পুদুচেরিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টুতে সব স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার। আজ রাজ্যের সমস্ত সরকারি কর্মী এবং তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে খোলা রয়েছে দু'হাজারের বেশি ত্রাণ শিবির।
