আজকাল ওয়েবডেস্ক: ১৪ এপ্রিল কেন্দ্রের তরফে জাতীয় ছুটি ঘোষণা করা হল। ওই দিন সংবিধান প্রণেতা ড. ভীমরাও রামজি আম্বেদকরের জন্মদিন। সমাজ ও সংবিধানে অবদানের জন্য আম্বেদকরকে শ্রদ্ধা জানাতে শুক্রবার কেন্দ্রের তরফে ১৪ এপ্রিল জাতীয় ছুটির ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই ঘোষণা করেছেন।

এক্স হ্য়ান্ডেলারে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, 'সংবিধানের স্থপতি, সমাজে সাম্যের এক নতুন যুগ প্রতিষ্ঠাকারী, আমাদের শ্রদ্ধেয় বাবা সাহেব, ড. ভীমরাও আম্বেদকর জি, এখন তাঁর জন্মবার্ষিকীতে সরকারি ছুটি থাকবে।' গজেন্দ্র সিং শেখাওয়াতের দাবি, বি আর আম্বেদকরের জন্মদিনে জাতীয় ছুটি পালন করে প্রধানমন্ত্রী মোদি প্রত্যেক ভারতবাসীর অনুভূতিকে সম্মান জানিয়েছেন।

 

?ref_src=twsrc%5Etfw">March 28, 2025

সম্প্রতি আম্বেদকরকে নিয়ে সংসদের মধ্যে তীব্র বাদানুবাদে জড়ায় বিজেপি ও কংগ্রসে। অমিত শাহের একটি বক্তব্যকে ঘিরে তুমুল আক্রমণ শানিয়েছিল কংগ্রেস। অমিত শাহ তাঁর ভাষণে অভিযোগ করেছিলেন, এখন সব কিছুতেই আম্বেদকরের নাম ব্যবহার করা 'ফ্যাশন' হয়ে দাঁড়িয়েছে। এই বক্তব্যের পরেই আসরে নামে কংগ্রেস। বিজেপি ও আরএসএস অন্যতম সংবিধান প্রণেতাকে অসম্মান করেছে বলে অভিযোগ করা হয় তাদের তরফে। এর পরেই পাল্টা আক্রমণ শানিয়েছিল বিজেপি। আম্বেদকরের লেখা উদ্ধৃত করে এবং আরও নানা নথি উদ্ধৃত করে বিজেপি অভিযোগ করেছিল, কংগ্রেসই বরাবর বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে অপমান করেছে। ওই তরজার ঘটনা মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

দিল্লির মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বি আর আম্বেদকরের ছবি সরিয়ে ফেলাকে কেন্দ্র করেও বাদানুবাদে জড়িয়ে পড়েছিল যুযুদান কংগ্রেস ও বিজেপি।