আজকাল ওয়েবডেস্ক : বেশ কয়েকটি ওয়েবসাইটকে ব্লক করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে এই ওয়েবসাইটগুলি থেকে স্পর্শকাতর বিষয়ের তথ্য লিক হওয়ার খবর মিলেছে। আধার কার্ড এবং প্যান কার্ডের তথ্য এই ওয়েবসাইটগুলি থেকে লিক হয়ে যাচ্ছে বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিয়েছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি।

 

ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পুলিশে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে বলা হয়েছে আধার কার্ড আইন ২০১৬ ভঙ্গ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে বিষয়টি সাইবার সিকিউরিটি এবং ব্যক্তিগত তথ্য সংরক্ষণকে ভঙ্গ করেছে। তাই এই ব্যবস্থা নেওয়া হল। বিবৃতিতে বলা হয়েছে, সরকার এই তথ্য সংরক্ষণ সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে থাকে। তাই এই সমস্ত ওয়েবসাইটগুলিকে ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার গোটা দেশে একটি প্রচার চালাবে। যেকোনও ওয়েবসাইটে যেন কেউ নিজেদের আধার কার্ড বা প্যান কার্ডের তথ্য না দেন। তাহলে নিজেদের অজান্তেই সেগুলি হ্যাকারদের হাতে চলে যাবে। ফলে সেখান থেকে তারা সেই ব্যক্তির যেকোনও ধরণের আর্থিক ক্ষতিসাধন বা অন্য কোনও মারাত্বক কাজ করতে পারে। কেন্দ্রীয় সরকার নিজের কাজ করবে কিন্তু যদি সাধারণ মানুষ সচেতন না হয় তবে এই হ্যাকারদের কাজ রোখা যাবে না।

 

প্রসঙ্গত, বিগত বেশ কয়েক বছর ধরেই দেখা গিয়েছে বহু অজানা ওয়েবসাইট বা ফোন নম্বর থেকে হ্যাকাররা লিঙ্ক পাঠিয়ে দেয়। সেখানে ক্লিক করলেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আধার কার্ড, প্যান কার্ডের সমস্ত তথ্য পাচার হয়ে যায়। এরপরই সেই ব্যক্তি দেখেন তার ব্যাঙ্ক থেকে গচ্ছিত অর্থ চলে গিয়েছে অন্য কারও অ্যাকাউন্টে যার হদিশ আর করা যায় না।