আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের পেনশন যারা পান তাদের জন্য সুখবর। যাদের বয়স ৮০ বছর হয়ে গিয়েছে তারা এবার বাড়তি সুবিধা পাবেন। তাদেরকে বাড়তি পেনশন দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। নতুন গাইডলাইন অনুসারে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে। এবার একনজরে দেখে নিন কীভাবে বা কত টাকা বাড়তি পাবেন এই পেনশন হোল্ডাররা।

 

যাদের বয়স ৮০ থেকে ৮৫ বছরের মধ্যে তারা বেসিক পেনশনের উপর ২০ শতাংশ বাড়তি পাবেন।

 

যাদের বয়স ৮৫ থেকে ৯০ বছরের মধ্যে তারা বেসিক পেনশনের উপর ৩০ শতাংশ বাড়তি পাবেন।

 

যাদের বয়স ৯০ থেকে ৯৫ বছরের মধ্যে তারা বেসিক পেনশনের উপর ৪০ শতাংশ বাড়তি পাবেন।

 

যাদের বয়স ৯৫ থেকে ১০০ বছর তারা বেসিক পেনশনের উপর ৫০ শতাংশ বাড়তি পাবেন।


যাদের বয়স ১০০ বছর বা তার থেকে বেশি তারা বেসিক পেনশনের উপর ১০০ শতাংশ অর্থাৎ দ্বিগুন পাবেন।

 

এই অতিরিক্ত অর্থ পেনশন হোল্ডাররা কোনও দেরী ছাড়াই পাবেন। টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাই যারা কেন্দ্রীয় সরকারের পেনশন পান আর যদি তাদের বয়স ৮০ বছর হয়ে থাকে তবে তারা এই হিসাবটি দেখে নিতেই পারেন।