আজকাল ওয়েবডেস্ক : কৃষকের মুখে ফের হাসি। পেঁয়াজ এবং বাসমতি চালের ওপর রপ্তানি শুল্ক কমিয়ে দিল কেন্দ্র সরকার। ৪০ শতাংশ থেকে কমিয়ে এটা করা হল ২০ শতাংশ। এরফলে আগামী দিনে আরও বেশি লাভের মুখ দেখবেন দেশের কৃষকরা। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে এই নিয়ম শুরু হয়ে যাবে। 

 

কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রী পীযুষ গোয়েল এই ঘোষণা করে বলেন দেশের কৃষকের পাশে বরাবর রয়েছে কেন্দ্রীয় সরকার। তাই ফের তাঁদের কথা ভেবে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর ফলে দেশের বহু কৃষক পরিবার আরও বেশি ভাল থাকতে পারবেন। এই বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে মন্ত্রক। তারপর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 

সাধারণ বাজারে পিয়াজ এবং বাসমতি চালের ভাল চাহিদা রয়েছে। তাই আগামী দিনে যাতে এই দুটি ফসল আরও বেশি করে উৎপন্ন করা হয় সেদিকে নজর দেবে কেন্দ্রীয় সরকার। প্রতিটি কৃষক যেন আরও বেশি করে এই ফসল করে সেদিকে আরও জোর দেওয়া হবে। 

 

ভারত প্রতিবছর পিয়াজ এবং বাসমতি চাল বিদেশে রপ্তানি করে। বিদেশে এর প্রচুর চাহিদা রয়েছে। তার ওপর এই পদক্ষেপ নেওয়ার ফলে দেশের কৃষকরা আরও বেশি উৎসাহ পাবেন।