আজকাল ওয়েবডেস্ক: ফোনের ভিত্তিতে বদলে যাচ্ছে অ্যাপ ক্যাবের ভাড়া! অ্যান্ড্রয়েডে ভাড়া কম, কিন্তু আইফোনে বেশি! কেন এই বৈষম্য সেই অভিযোগ তোলপাড় হয়েছিল সমাজমাধ্যম। অভিযোগের ভিত্তিতে জনপ্রিয় অ্যাপ ক্যাব সংস্থা ওলা এবং উবরকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ধরনের অভিযোগের ব্যাখ্যাও তলব করা হয়েছে। 

কেন্দ্রের উপভোক্তা মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল কনজ়িউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ) ওলা এবং উবরকে নোটিস পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, কিসের ভিত্তিতে সংস্থাগুলি যাত্রাপথের মূল্য নির্ধারণ করে, তা ব্যাখ্যা করতে হবে। ফোন অনুযায়ী কেন এই বৈষম্য, তারও জবাব দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পরিষেবায় স্বচ্ছতা বজায় রাখতে এই ব্যাখ্যা অত্যন্ত প্রয়োজনীয় বলে জানিয়েছে কেন্দ্র।

দিন কয়েক আগেই, এক যাত্রী পাশাপাশি দুটি ফোন রেখে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। তাতে স্পষ্ট দেখা যাচ্ছিল এক নির্দিষ্ট জায়গা থেকে, একই গন্তব্যের জন্য দুটি আলাদা আলাদা কোম্পানির ফোন থেকে অ্যাপ ক্যাব বুক করা হয়েছিল। এবং আশ্চর্যজনকভাবে আইফোনে ভাড়া বেশি চাওয়া হয়েছিল। সেই ঘটনা থেকেই বিতর্কের সূত্রপাত। জোর আলোচনা, তাহলে কি অ্যান্ড্রয়েডের থেকে আইফোন ব্যবহারীদের কাছে বেশি টাকা চাইছে অ্যাপ ক্যাব সংস্থাগুলি? ওই সময় এই বিতর্কে ওলা কোনও মন্তব্য করতে রাজি না হলেও, উবর জানিয়েছিল, দূরত্ব, সময় এবং সেই সময়ে গাড়ির চাহিদার নিরিখেই ভাড়া নির্ধারিত হয়। কোনও ডিভাইস থেকে বুক করা হচ্ছে তা দেখা হয় না। সংস্থাগুলির বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরেই ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ জোশী সিসিপিএ-কে সংস্থাগুলির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়।