আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষা বিধিতে বড় বদল। আর তা নিয়েই আলোচনা। বুধবার ভারত সরকারের শিক্ষামন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে নয়া বিধি। কী বলা হয়েছে তাতে? বলা হয়েছে আগামী বছর, অর্থাৎ ২০২৬ থেকে সিবিএসই দশম শ্রেণিতে দু’ বার করে পরীক্ষা নেবে পরীক্ষার্থীদের।
কীভাবে হবে সেই পরীক্ষা? কেনই বা এই সিদ্ধান্ত? জানানো হয়েছে তাও।
কীভাবে নেওয়া হবে দু' ধাপে পরীক্ষা?
জানা গিয়েছে, দুই ধাপের এই পরীক্ষায় প্রথম পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। এই পরীক্ষা বাধ্যতামূলক। এই প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হবে এপ্রইল মাসে।
দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে মে মাসে। ফল প্রকাশিত হবে জুন মাসে। তবে এই ধাপের পরীক্ষা ঐচ্ছিক। স্কুল পড়ুয়াদের অভ্যন্তরীণ মূল্যায়ন করবে একবারই। তবে যেসব পড়ুয়া আরও উন্নত করতে চায় তারাই এই দ্বিতীয় ধাপের পরীক্ষায় বসবে। তবে দ্বিতীয় ধাপে কেবল তিনটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা। ন্যাশনাল এডুকেশন পলিসি, এনএপি ২০২০’র সঙ্গে সঙ্গতি রেখেই চালু হবে এই নয়া নিয়ম।
কেন এই নয়া নিয়ম?
শিক্ষামন্ত্রক জানাচ্ছে, এই নয়া নিয়ম মূলত চাপ কমাপে শিক্ষার্থী, পরীক্ষার্থীদের। কমবে বোঝা। তাদের চাপমুক্ত শিক্ষায় উৎসাহী করবে।
