আজকাল ওয়েবডেস্ক: সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা দেয়। সেই সংখ্যা প্রায় লক্ষাধিক। তবে মহারাষ্ট্রের শোলাপুরে শিবম বাগমারেকে নিয়ে এখন সর্বত্র হৈচৈ কাণ্ড।


সকলের থেকে নিজেকে আলাদা করেছে শিবম। তবে কেন তাকে নিয়ে এতটা হৈচৈ। সিদ্ধেশ্বর বালক মন্দিরের পড়ুয়া শিবম এবারে প্রতিটি বিষয়ে ৩৫ শতাংশ করে নম্বর পেয়েছে। কীভাবে সে এই রেকর্ড করল তা নিয়ে সকলেই অবাক হয়েছে। 


শিবম এবং তার পরিবারের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে বিরাট আনন্দ করা হয়েছে। সেই আনন্দে সামিল হন স্থানীয় বাসিন্দারাও। শিবমকে এই কাজের জন্য দুহাত তুলে তারা আশীর্বাদও করেছেন।


শিবম জানিয়েছে, কখনই ভাবেনি প্রতিটি বিষয়ে ৩৫ শতাংশ নম্বর পাবে। এটা তার কাছে একটি অবাক করা বিষয়ের সমান। তবে এই ফলে খুশি। এবার আইটিআই নিয়ে পড়াশোনার প্রস্তুতি করব।


শিবমের বাবা জানিয়েছে, ভেবেছিলাম ছেলে বোধহয় ফেল করবে। কিন্তু সে প্রতিটি বিষয়ে ৩৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছে। এটা আমাদের সকলের কাছে একটা বিরাট প্রাপ্তি। আমরা সকলেই খুশি।

?ref_src=twsrc%5Etfw">June 8, 2023

 


সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা হয়েছে ১৩ মে। এবারে প্রায় ১৮ লাখ পড়ুয়া পরীক্ষা দিয়েছিল। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে ৮৮.৩৯ শতাংশ পড়ুয়া পাশ করেছে। 


তবে শিবমের এহেন কীর্তি সমাজমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। ভাইরাল ভিডিও দেখে অনেকেই তার পাশে থেকেছেন। সকলেই তাকে আশীর্বাদও করেছেন।