আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট)-এর ফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। যে সকল পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছিলেন তাঁরা ctet.nic.in ওয়েহসাইটে গিয়ে ফল দেখে নিতে পারবেন।
গত ১৪ এবং ১৫ ডিসেম্বর সিটেট-এর আয়োজন করা হয়েছিল। পরীক্ষা নেওয়া হবে দেশের ১৩৬টি শহরের পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষা নেওয়া হয়েছিল দু’টি অর্ধে। প্রথমার্ধের পরীক্ষা ছিল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এর পর দ্বিতীয়ার্ধের পরীক্ষা ছিল দুপুর আড়াইটে থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষা নেওয়া হয়েছিল দু’টি পেপারের উপর। প্রশ্নপত্র ছিল এমসিকিউ।
কীভাবে দেখতে হবে সিটেট পরীক্ষার ফল-
• ব্রাউজারে ctet.nic.in ওয়েবসাইটে প্রবেশ করুন।
• ওয়েবসাইটের হোমপেজে ‘CTET Dec Result 2024’ লেখা লিংকে ক্লিক করুন।
• এরপর রোল নম্বর দিয়ে সাবমিট বোতামে ক্লিক করুন।
• সর্বশেষ পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেখতে পারবেন পরীক্ষার্থীরা। প্রয়োজনে প্রিন্টও করিয়ে নিতে পারবেন। সেই সুবিধাও রয়েছে।
