আজকাল ওয়েবডেস্ক: নিট ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। জোর চর্চা হয় দেশের রাজনীতির অলিন্দেও। যদিও ২৩ জুলাই দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছিল, দুটি শহরে নিট ইউজির প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও, সামগ্রিক পরীক্ষা ব্যবস্থায় পদ্ধতিগত কোনও ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি। তাই বিপুল সংখ্যার পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় বসতে হবে না। 

১ আগস্ট নিট ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস মামলায় প্রথম চার্জশিট দাখিল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাতে ১৩ জনের নাম উল্লেখ করেছে সিবিআই। যদিও পেপার ফাঁস মামলায় এখনও পর্যন্ত মোট ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেবল বিহার থেকেই গ্রেপ্তার করা হয়েছে ১৫ জনকে।

ভারতীয় দণ্ডবিধির ধারায় চার্জশিট এদিন দাখিল করেছে সিবিআই। এবং তাতে দাবি করা হয়েছে, অভিযুক্ত ১৩ জন প্রশ্ন ফাঁস, নিট ইউজি কেলেঙ্কারিতে জড়িত ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে সম্পূর্ন প্রমাণ জোগাড়ের জন্য তদন্তকারী আধিকারিকরা উন্নত ফরেন্সিক ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ সহ একাধিক বিষয় খতিয়ে দেখছেন। সবিআই এই ঘটনায় এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, জুনের শেষ দিকে নিট ইউজি পেপার ফাঁস মামলার তদন্তের দায়িত্ব নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।