আজকাল ওয়েবডেস্ক: বিলাসবহুল রেস্তোরাঁ মানেই চারপাশ ঝাঁ চকচকে। আলোর সজ্জা থেকে দামি আসবাব, পেইন্টিংয়ে সাজানো। আর খাবারের স্বাদ অতুলনীয় হওয়ারই কথা। কিন্তু এক নামীদামি রেস্তোরাঁয় গিয়ে উল্টোটাই ঘটল এক দম্পতির সঙ্গে। যে ভয়াবহ অভিজ্ঞতা সম্ভবত কোনও দিন তাঁরা ভুলতে পারবেন না। ঠিক কী ঘটেছে? 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর ১৩-এর ফেজ ২ এলাকায়। সম্প্রতি এই এলাকারই এক বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিল এক দম্পতি। তাঁরা দু'জনেই আইএএস অফিসার। সেই রেস্তোরাঁয় সাধারণ গ্রিন স্যালাড অর্ডার করেছিলেন তাঁরা। খাবার খেতে খেতে দু'জনের গা গুলিয়ে ওঠে। 

দম্পতি দেখে, সেই স্যালাডের মধ্যে একাধিক শুঁয়োপোকা। সবুজ রঙের শুঁয়োপোকা হেঁটে বেড়াচ্ছে স্যালাডের মধ্যে। খাওয়াদাওয়া থামিয়ে সঙ্গে সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁরা। ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, 'যত বিলাসবহুল রেস্তোরাঁই হোক, ১০০ টাকার খাবার ৬০০ টাকায় বিক্রি করবে এরা!' ঘটনাটি নজরে পড়ে খাদ্য সুরক্ষা দপ্তরের। 

ইতিমধ্যেই খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা ওই রেস্তোরাঁ পরিদর্শন করেন। খাবারের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষানিরীক্ষার জন্য পাঠিয়েছেন। পাশাপাশি ওই রেস্তোরাঁয় মজুত করা পনির, কাজু, বাদাম, গ্রিন চাটনি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রেস্তোরাঁয় পরিচ্ছন্নতার অভাব রয়েছে বলেই জানিয়েছেন আধিকারিকরা।