আজকাল ওয়েবডেস্ক: যে কোনও মানুষের জীবনে বিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দিন বদলের সঙ্গে সঙ্গে বদল আসছে বিয়ের ধরনে। এর সঙ্গে বদলে যাচ্ছে বিয়েতে নিমন্ত্রণ করার কায়দাও। ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপে ডিজিটাল কার্ড পাঠিয়ে নিমন্ত্রণ করা এখন সাধারণ বিষয়। কিন্তু প্রথাগত কার্ডে ছাপিয়ে অতিথিদের বাড়ি গিয়ে কার্ড দিয়ে এসে নিমন্ত্রণ করার চল এখনও বর্তমান। সেই কার্ডে অনেকে অভিনবত্ব আনার চেষ্টা করছেন। সেই রকমই একটি কার্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বিয়ের শিরোনাম দেওয়া হয়েছে 'ভয়ঙ্কর বিবাহ-সরলসিধা বরযাত্রী'। বিয়ে হচ্ছে বিড়ির সঙ্গে ক্যানসারের! এই অদ্ভুত বিয়ের কার্ডের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Vimal Yadav (@vimal_official_0001)
ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাত্র এবং পাত্রী পরিচয়ের জায়গায় লেখা, 'বিড়ি কুমারী' ওরফে 'সিগারেট দেবী'র সঙ্গে 'ক্যানসার কুমার' ওরফে 'লাইলাজ বাবু'র বিয়ে হচ্ছে। বিয়ের স্থান হিসাবে লেখা, ''দুঃখ নগর, ৪২০ যমলোক হাউস। এ ছাড়াও হিন্দিতে উদ্ভট জিনিস লেখা রয়েছে কার্ডে। বিয়ের সময়ও লেখা নেই। শুধু লেখা রয়েছে সময় 'অনিশ্চিত'। সেই কার্ডের ভিডিওই ভাইরাল হয়েছে।
কার্ডে লেখা রয়েছে, বিয়েটি হচ্ছে বিহারের মজহৌল গ্রামে। ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল ভিডিওটি। ইতিমধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছে। ৩০ লক্ষের বেশি ব্যবহারকারী পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশির ভাগেরই মত, নিছকই মজার জন্য ওই কার্ড তৈরি করা হয়েছে। কার্ডটিতে গুটখা, বিড়ি, সিগারেট ইত্যাদি শব্দ লেখা রয়েছে। অনেকেরই ধারণা, এই কার্ডের মাধ্যমে তামাকজাত দ্রব্যের ক্ষতি সম্পর্কে অবহিত করতে চেয়েছেন নবদম্পতি।