আজকাল ওয়েবডেস্ক: মনুষ্যত্ব হারাচ্ছে মানুষ! সম্প্রতি একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একদল লোক একটি ষাঁড়কে ট্র্যাক্টরের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে টানছে। ওই দড়ি ষাঁড়টির ঘাড়ে শক্ত হয়ে বসে যায়, কিন্তু প্রাণে বাঁচতে ষাড়টিও ছটফট করছিল, একসময়ে প্রাণীটি মাটিতে বসে পড়ছে। নাগাড়ে ট্রাক্টর দিয়ে টানার ফলে শেষপর্যন্ত ষাঁড়টি একসময়ে দমবন্ধ হয়ে  ধীরে ধীরে নিথর হয়ে যায়।

এই নির্মম ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলায়।

এই হৃদয়বিদারক ঘটনার ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদে মুখর মানুষ। সোশাল মিডিয়ায় দেখা গিয়েছে ব্যাপক ক্ষোভ। এই নিষ্ঠুর ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে।

ভারতীয় দণ্ডবিধি (ভারতীয় ন্যায় সংহিতা) এবং 'প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন' অনুযায়ী এই ধরনের নৃশংসতা দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হয়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় তদন্তও শুরু হয়েছে।

দেখুন সেই ভাইরাল ভিডিও-

 

?ref_src=twsrc%5Etfw">November 2, 2024