আজকাল ওয়েবডেস্ক : জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন বাজেট পেশ করার সময় তিনি বলেন, ৩৬ টি ক্যান্সারের ওষুধে ট্যাক্স প্রত্যাহার করা হল। ফলে এতদিন ধরে ক্যান্সার রোগের ওষুধ কেনার ক্ষেত্রে যে সমস্যা তৈরি হত তা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। এমনিতেই ক্যান্সার আক্রান্তদের চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হত। তবে এবার সেখান থেকে অনেকটাই শান্তি পাওয়া গেল।
এখানেই শেষ নয়। সমস্ত জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিল মোদি সরকার। ফলে সেখানেও অনেকটা শান্তির খবর নিয়ে এল মধ্যবিত্তের কাছে। শুধুমাত্র ৬ টি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে ৫ শতাংশ হারে কর থাকবে। ক্রোনিক রোগী যারা তারাও এরফলে বেশ খানিকটা সুবিধা পাবেন।
এবারের বাজেটে প্রথম থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মধ্যবিত্তের কথা বলছিলেন। তাই বাজেটে সেখানে তিনি তাদের কাছে অনেকটা সুবিধা করে দিলেন। বাজেট অনুসারে যদি ক্যান্সার সহ অন্য রোগের ওষুধের দাম কমে যায় তাহলে সেখানে যাদের আর্থিক পরিস্থিতি ভালো নয় তারা অনেকটাই স্বস্তি পাবেন।
ভারতের মতো জনবহুল দেশে ক্যান্সার রোগের বাড়বাড়ন্ত রয়েছে। সেখান থেকে দেখতে হলে বহু রোগী নানা ধরণের প্রতিবন্ধকতার শিকার হয়ে থাকেন। তাদেরকে সুস্থ করতে গিয়ে তাদের পরিবারও সমস্যার সামনে পড়ে যান। তবে ওই মারণ রোগের ওষুধ থেকে কর প্রত্যাহার করার ফলে সেখানে তারা অনেকটাই স্বস্তি পাবেন। এবার চিকিৎসকের কাছে গিয়ে তাদের ওষুধ নিয়ে আর বেগ পেতে হবে না।
