আজকাল ওয়েবডেস্ক : পাঞ্জাবের ভারত-পাক সীমান্তে উদ্ধার ১২৬ টি ড্রোন। এর সঙ্গে উদ্ধার হয়েছে ১৫০ কেজি মাদক। বিগত ৬ মাসের মধ্যে এটি একটি রেকর্ড। এগুলি সবই পাকিস্তান থেকে এসেছে বলে জানা গিয়েছে।


২০০৭ সালে ১০৭ টি ড্রোন উদ্ধার করেছিল বিএসএফ। সেই রেকর্ড এবার ছাপিয়ে গেল। গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে এই ড্রোনগুলি উদ্ধার করেছে।


বিগত কয়েকদিন ধরে পাক ড্রোন ভারতের বিভিন্ন সীমানা পেরিয়ে আসার খবর মিলছে। কাশ্মীরে সোমবার রাতে পাক ড্রোন গুলি করে ভারতীয় সেনা। তবে ড্রোনটি পালিয়ে যায়। 


মূলত সীমানা পার করে এই ড্রোনগুলি ভারতে অস্ত্র, মাদক পাচার করে। পাঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে এই কাজ করছিল পাক সেনা। এমনটাই জানা গিয়েছে। এই এলাকায় আর ড্রোন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।