আজকাল ওয়েবডেস্ক: রাখি বন্ধন হিন্দুদের অন্যতম প্রিয় উৎসব। ভাই-বোনের পবিত্র বন্ধনের উদযাপন। শনিবার ৯ আগস্ট সারা দেশে যখন রাখি বন্ধন পালিত হচ্ছে তখন রাজস্থানের বাড়মের জেলার রণ সিংয়ের জন্য এই দিনটি অপূর্ণ থেকে যায়। যেমনটি গত ১২ বছর ধরে হয়ে আসছে।
রণ সিংয়ের বোন লাহারি কানওয়ার থাকেন পাকিস্তানের উমরকোটে। দুই দেশের সীমান্ত তাদের রাখির সুতোয় দেয়াল হয়ে দাঁড়িয়েছে। লাহারি বিয়ের পর উমরকোটে চলে যান এবং তখন থেকেই ভাইবোনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। দূরত্ব শুধু ভূগোলের নয়, রাজনীতি ও নথিপত্রের জটিলতারও।
গত এক দশকের বেশি সময় ধরে না লাহারি বারে এসে ভাইদের রাখি পরাতে পেরেছেন না রণ সিং পাকিস্তানে গিয়ে বোনকে দেখতে পেরেছেন। প্রতি বছর উৎসবের দিনে রণ সিং ও তার দুই ভাই রাখি পরার আশায় অপেক্ষায় থাকেন, কিন্তু সীমান্তেই থেমে যায় তাদের সব আশা।
আরও পড়ুন: রেকর্ড উচ্চতায় সোনার দাম, উৎসবের মরসুমে মাথায় হাত ক্রেতাদের
চার ভাই ও এক বোনের পরিবারে এই শূন্যতা প্রবলভাবে অনুভব হয়। হাকাম সিং, গোকাল সিং এবং রণ সিং থাকেন বাড়মের আর তাদের চতুর্থ ভাই জেঠু সিং এখনও রয়েছেন পাকিস্তানে।
রণ সিং মূলত উমরকোটের বাসিন্দা ছিলেন। তবে ২০১৪ সালে তিনি তার বাবা সাওয়াই সিং ও পরিবারসহ ভারতে চলে আসেন এবং বাড়মেরের ইন্দিরা নগরে বসবাস শুরু করেন। লাহারির সঙ্গে শেষবার দেখা হয়েছিল সেই যাত্রার আগেই। এরপর থেকে শুধু বেড়েছে বিচ্ছেদের সময়। রাখি বন্ধনে খালি কাধ দেখে রণ সিং প্রায়ই চোখের জল চেপে রাখতে পারেন না।
একবার খুব কাছাকাছি এসেছিল পুনর্মিলনের সুযোগ। লাহারি একবার ভিসা পেয়েছিলেন কিন্তু পাহেলগাঁও হামলার পর তা বাতিল হয়ে যায়। এরপর থেকে রাজনৈতিক পরিস্থিতি ও সীমান্তের বিধিনিষেধ এই ভাইবোনকে এক করতে দেয়নি। বর্তমানে রণ সিংয়ের পরিবারের ১৬ জন সদস্য একসঙ্গে রাজস্থানে থাকলেও লাহারির অনুপস্থিতিতে রাখি বন্ধনের আনন্দ পূর্ণতা পায় না। রণ সিংহ বলেন, ১২ বছর ধরে আমার হাতে রাখির সুতো পড়েনি। আমি আশা করি, যদি আবার থর এক্সপ্রেস চালু হয়, তাহলে এই সীমান্ত পেরিয়ে আমরা আবার এক হতে পারব। এই বন্ধন কখনও ভাঙে না, যত দূরত্বই থাকুক না কেন।

চলতি বছরে ৯ অগস্ট রয়েছে রাখি পূর্ণিমা। হিন্দুধর্মে অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা। ভাই ও বোনের মধ্যে বিশেষ সম্পর্কক উদযাপন করে এই বিশেষ দিনটি পালিত হয়। দেশের নানান প্রান্তে এই রাখি বন্ধন উৎসবটি পালিত হয়। এই দিনে ভাইয়ের মঙ্গল কামনায় পালিত হয় রাখি।
এই রাখি পূর্ণিমার দিনে শেষ হয় রাধা কৃষ্ণের ঝুলনযাত্রা। ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমা পালিত হয়। চলতি বছরে এই তিথিতে রয়েছে শ্রাবণী নক্ষত্র, সর্বার্থ সিদ্ধি যোগ। এই রাখি পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করা হয়। মনে করা হয় এই দিন এমন পুজো করেল, মনের সব ইচ্ছা পূরণ হয়।
রাখি পূর্ণিমা ২০২৫র তিথি:-
চলতি বছরে রাখি পূর্ণিমা পড়ে গিয়েছে আজ ৮ অগস্ট ২০২৫এ। আজ শুক্রবার শ্রাবণ পূর্ণিমার তিথি পড়ে গিয়েছে দুপুর ১ টা ৫৫ মিনিট ২৫ সেকেন্ডে। আর তিথি শেষ হবে ৯ অগস্ট। ২০২৫ সালের ৯ অগস্ট তিথি শেষ হবে বেলা ১ টা ৩৯ মিনিট ৪৫ সেকেন্ডে।
