আজকাল ওয়েবডেস্কঃ নিজের দেশের সঙ্গে ভরতের তুলনা করে, ভরতকেই এগিয়ে রাখলেন ইংল্যান্ডের এক যুবক।
ভারতে ঘুরতে এসে বারাণসী যাত্রা করছিলেন বিদেশী ওই যুবক। সেইসময় ভারতের পরিষেবা ব্যবস্থার সম্পর্কে উল্লেখ করে প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। ট্রেনে উঠে অনলাইনে খাবার অর্ডার করেছিলেন তিনি। গন্তব্যের মাঝপথে কানপুর হল্টে ট্রেনটি থামার পরে খাবার ডেলিভারি হয়ে যায়। নিজের দেশ ছেড়ে অন্যত্র এসেও এধরনের বিশেষ সুবিধা পেয়ে খুশি হয়েছিলেন ওই যুবক। গোটা ঘটনা ফোনে রেকর্ড করে রেখেছিলেন তিনি। ভারতের ভূয়সী প্রশংসা করায় নেটিজেনদের নজরে আসে বিদেশী যুবক।
ভিডিওতে যুবক জানান, ট্রেনটি কানপুর হল্টে থামার দু'ঘণ্টা আগে তিনি খাবার অর্ডার করেছিলেন। এরপর পাঁচ মিনিটের জন্য ট্রেনটি হল্টে দাঁড়ালে ডেলিভারি বয় খাবার অর্ডার দিতে স্টেশনে চলে আসে। সেইসময় যুবকও খাবার নেওয়ার অপেক্ষায় ট্রেনের কোচে দাঁড়িয়েছিলেন। ভাইরাল ভিডিওতে ডেলিভারি বয় যুবকের হাতে খাবর দেওয়ার পর তাঁর সঙ্গে ছবিও তুলেছিলেন সেই দৃশ্যই দেখা গিয়েছে।
বিদেশী যুবকের মুখে ভারতের প্রশংসা শোনায় নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। কমেন্টে এক ব্যক্তি লিখেছেন, ‘আসাধারণ ওই যুবক।’ আরেক ব্যক্তি দেশকে নিয়ে গর্ব করে লিখেছেন, ভারত গ্রাহক পরিষেবা এবং সবকিছুর জন্য সুবিধা প্রদানে সেরা।
