আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানিকে নিয়ে আসা হোক। দাবি করলেন বিজেপির প্রাক্তন সাংসদ রামবিলাস বেদান্তি। তিনি নিজেও রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশে বলেন, প্রবীণ এই বিজেপি নেতাকে অবশ্যই বিশেষ ব্যবস্থা করে অযোধ্যায় নিয়ে আসা হোক। রাম মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে বয়সজনিত কারণে লালকৃষ্ণ আডবানি এবং মুরলি মনোহর যোশীকে রাম মন্দির উদ্বোধনে আসতে বারণ করা হয়েছে। তবে বেদান্তির মতে, আডবানির নিজের চোখে রাম মন্দির উদ্বোধনকে দেখা উচিত। এই রাম মন্দির নিয়ে তাঁর ভূমিকা ছিল বিশাল। আজকের দিনে বিজেপির যে উত্থান ঘটেছে তাতে অটল বিহারী বাজপেয়ী, আডবানি এবং মুরলি মনোহর যোশীর ভূ্মিকা প্রচুর। তাই তাঁদেরকে ভুলে গেলে হবে না।