আজকাল ওয়েবডেস্ক: একটানা প্রবল বৃষ্টি ও তুষারপাতে বিপর্যস্ত সিকিম। একাধিক এলাকায় ধস নেমে বন্ধ যান চলাচল। বহু উঁচু পাহাড়ি এলাকায় মরশুমের প্রথম তুষারপাতও হয়েছে। আগামী কয়েকদিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। পর্যটকদের জন্যেও জারি করা হল সতর্কতা।
প্রশাসন সূত্রে খবর, গত তিনদিন ধরেই সিকিমে একটানা অতি ভারি বৃষ্টি হচ্ছে। শুক্রবার উত্তর সিকিমের ছাঙ্গুতে তুষারপাতও ঘটেছে। পাশাপাশি সোমগো এবং জুলুকেও তুষারপাত হয়েছে। অন্যদিকে একাধিক পাহাড়ি রাস্তায় ধস নামায় বন্ধ যান চলাচল। এক জেলার সঙ্গে অন্য জেলার সংযোগকারী সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। তিস্তার জলস্তর বিপদসীমা পেরিয়ে যাওয়ায় আশেপাশে এলাকাও প্লাবিত। দ্রুত স্থানীয়দের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গত কয়েকদিনের বৃষ্টিতে ধস নামায় তিস্তা, সেলফি দারা, বিরিক দারা, কালীঝোরাতেও যান চলাচল বন্ধ। রাংতাং সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন করে। গত বছরেই সাংকালাং সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখনও পর্যন্ত সেতুটি ঠিক হয়নি। ওই এলাকায় আবারও যান চলাচল বন্ধ রয়েছে। সেতু ভেঙে পড়ায় গোটা রাজ্যের সঙ্গে মঙ্গন জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এদিকে মৌসম ভবন সূত্রে খবর, আগামী দুইদিন রবিবার ও সোমবার সিকিম জুড়েই অতি ভারি বৃষ্টিপাত হবে। যার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গন, গ্যালসিং, পাকিয়ং, সোরেং, নামচি এবং গ্যাংটকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তুষারপাতও হতে পারে।
