আজকাল ওয়েবডেস্ক: মত্ত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেছিলেন পাত্র। মত্ত হয়ে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন পাত্রের বন্ধুরাও। বিয়ের আসরে সকলের সঙ্গে যথেচ্ছ দুর্ব্যবহার করেন তাঁরা। এমনকী বরণডালাও উল্টে ফেলেন পাত্র। এই দৃশ্য দেখে কড়া পদক্ষেপ করলেন কনের মা। এমন পাত্রের সঙ্গে মেয়ের বিয়েই বাতিল করলেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। সম্প্রতি একটি বিয়েবাড়িতে কনের মায়ের কড়া পদক্ষেপের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, বিয়ের আসরে মত্ত অবস্থায় পৌঁছেছিলেন পাত্র। বন্ধুদের সঙ্গেই মাতলামি করছিলেন তিনি। কনের আত্মীয়স্বজন, আমন্ত্রিত অতিথিদের সঙ্গে অভব্য আচরণও করেন। তখনই তাঁকে আশীর্বাদ করতে পৌঁছন কনের মা। সকলের সামনে বরণডালাও উল্টে ফেলেন পাত্র।
এরপরই মেয়ের সঙ্গে পাত্রের বিয়ে বাতিল করার ঘোষণা করেন তিনি। হাত জোড় করে পাত্রপক্ষের উদ্দেশে পাত্রীর মা বলেন, 'আমরা আপনাদের বিশ্বাস করেছিলাম। আপনারা তার মর্যাদ দেননি। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, এমন পাত্রের হাতে তুলে দেব না। এই বিয়ে হবে না।' জানা গিয়েছে, পাত্রের পরিবারের তরফে কনের আত্মীয়দের কাছে ক্ষমাও চাওয়া হয়। তারপরও কনের মায়ের সিদ্ধান্তের বদল হয়নি।
